বাংলা হান্ট ডেস্কঃ এসআইআরকে ঘিরে ফের পথে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিজেপির বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের অভিযোগ’ তুলে মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার অর্থাৎ যেদিন থেকে রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসার (BLO)-রা বাড়ি বাড়ি গিয়ে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)-এর কাজ শুরু করবেন, সেদিনই ধর্মতলায় পথে নামছেন দু’জনেই।
ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রার আয়োজন তৃণমূলের (Trinamool Congress)
দলীয় (Trinamool Congress) সূত্রে খবর, ওইদিন দুপুরে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। সেই মিছিলে মমতা ও অভিষেকের সঙ্গে হাঁটবেন দলের সাংসদ, কাউন্সিলর, জেলা সভাপতি-সহ হাজার হাজার কর্মী-সমর্থক। শাসকদলের তরফে জানানো হয়েছে, ‘বিজেপির ষড়যন্ত্রে সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছেন, সেই আতঙ্কের বিরুদ্ধে রাস্তায় নেমেই জনগণকে সত্যিটা জানানোই এই মিছিলের উদ্দেশ্য।’
ইতিমধ্যেই রাজ্যে এসআইআর নিয়ে তৃণমূলের (Trinamool Congress) ক্ষোভ উর্ধ্বমুখী। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ যেতে পারে, এই আশঙ্কায় রাজ্যের তিনজনের মৃত্যুর ঘটনা শাসক শিবিরে প্রবল আলোড়ন ফেলেছে। এ নিয়েই প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নাকি ‘এসআইআরকে এনআরসি-র ঘুরপথে নিয়ে যেতে চাইছে’, এমন অভিযোগও তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক! SIR ‘জুজু’ আতঙ্কে লম্বা লাইন ধর্মতলায়
প্রসঙ্গত, এবার মাঠে নেমে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল (Trinamool Congress)। দলের এক শীর্ষ নেতা বলেন, “মানুষের ভয় দূর করতে নেত্রী নিজেই পথে নামছেন। বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারের জবাব দেবে এই ঐক্যের মিছিল।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মঙ্গলবারের এই পদযাত্রাকে কেবল রাজনৈতিক বার্তা নয়, রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া এসআইআর আতঙ্কের প্রতীকী প্রতিবাদ হিসেবেও দেখা হচ্ছে।













