সাম্প্রদায়িকতার সঙ্গে আপস নয়। পুলিশকে বলছি ব্যবস্থা নিতে, অশান্তি রুখতে কড়া বার্তা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার বাংলায় ক্ষমতা দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। এবার দায়িত্ব নিয়ে শনিবারই প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আর প্রথম দিনেই তার কড়া বার্তা, “সাম্প্রদায়িকতার সঙ্গে আপস নয়। পুলিশকে বলছি  ব্যবস্থা নিন। কোনও আপস করবেন না।”

এদিন ফেক ভিডিও ছড়ানো নিয়েও ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষের শুলে বিদ্ধ করেন তিনি। রাজ্যের প্রধান বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা হিংসা পছন্দ করি না। আমরা শান্তির পক্ষে। ফেক ভিডিওকে ব্যবসায় পরিণত করেছে। যেখানে জিতেছেন সেখান অশান্তি ছড়াবেন না।”  বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবার পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি। রাজনৈতিক হিংসার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন একের পর এক মানুষ। সেই অশান্তি রুখতেই আজ কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে আজ বিধানসভা থেকেই নির্বাচনী বিধি সংস্কারেরও দাবি তোলেন মমতা। ১৯৯৫ সালের আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, “১৯৯৫ সাল থেকে এই নিয়ে আন্দোলন করছি আমি। চিরকুটে লিখে বদলি করা হয়। কয়েকজন মনোনীত সদস্য আর অসাম্প্রদায়িকতারবসরপ্রাপ্ত অফিসার নিয়ে নির্বাচন কমিশন চলছে। এটা মেনে নেওয়া যায় না।”

তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আজই প্রথমবার বিধানসভায় পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিধায়কদের সঙ্গে কুশল বিনিময়ের পর ঝাঁজালো বক্তব্য দিয়েই এদিন নিজের ইনিংস শুরু করলেন তিনি। আজ তার বক্তব্যে একদিকে যেমন বারবার উঠে এসেছে, রাজ্যের নানা প্রান্তে বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তির কথা তেমনি অন্যদিকে সাধারণ মানুষকে সতর্ক করেন তিনি। তার স্পষ্ট বার্তা, রাজ্যের কোথাও কোনো অশান্তি সহ্য করা হবে না। খবর পেলেই পুলিশে খবর দিন। বিজেপি ফেক ভিডিও ছড়িয়ে রাজনৈতিক অশান্তি তৈরি করার চেষ্টা করছে। আমরা ওদের সফল হতে দেবো না।

এদিন আরো একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হসাম্প্রদায়িকতারন মুখ্যমন্ত্রী। ফের একবার নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, “নির্বাচন কমিশন তো রিগিং আটকায়। কোথাও কোথাও রিগিং হয়েছে আমি জানি। ওদের সাহায্য ছাড়া বিজেপি ৩০টা আসনও পেত না।” তিনি আরো অভিযোগ করেন বিজেপি যেভাবে বলেছে সেভাবেই অফিসারদের ভর্তি করানো হয়েছে। এই মহামারীর সময়ে দিল্লিতে সংসদ ভবন তৈরি নিয়েও এদিন বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর চড়ান মুখ্যমন্ত্রী। তার পরিষ্কার বক্তব্য, “৫০ হাজার কোটি টাকায় সংসদ ভবন তৈরি হচ্ছে। ওই টাকায় টিকাকরণ করা যেত।”

সব মিলিয়ে আজ মুখ্যমন্ত্রী প্রথম বিধানসভা ভাষণের সুর ছিল যথেষ্ট ঊর্ধ্বমুখী। তার এই কড়া বার্তায় আগামী দিনে বাংলা জুড়ে অশান্তির পরিবেশ বদলায় কিনা সেটাই এখন দেখার।

 

Abhirup Das

সম্পর্কিত খবর