সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনা করে মমতা বার্তা দিলেন

বাংলা হান্ট ডেস্ক: বুধবারই তাঁর ফুসফুসে সংক্রমণের খবর এসে পৌঁছে ছিল।বাইপাসের ধারে এক নামী বেসরকারী হাসপাতালে সকাল সাড়ে ন’টা নাগাদ বুধবার তিনি ভর্তি হন। চিকিৎসক জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট থেকেই প্রবীণ অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। স্বভাবতই প্রবীণ অভিনেতার অসুস্থতার খবরে রীতিমতো উদ্বেগে পড়ে যায় বাংলার চলচ্চিত্রমহলে। তাই এই সংবাদ নিয়েও উদ্বেগে পড়ে টলি পাড়ায়।

বাংলার ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর শুনেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার আরোগ্য কামনা করেছে টুইটারে।

Screenshot 2019 08 15 20 25 37 491 com.android.browser

প্রসঙ্গত,একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য। তাতে রয়েছে ৪ সদস্যের একটি চিকিৎসক দল। এর আগে জানা যায়, অভিনেতার সোডিয়াম -পটাশিয়ামের পরিমাণও সঠিকক পর্যায়ে নেই। সবমিলিয়ে বার্ধক্য ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই প্রবীণ অভিনেতার অসুস্থতায় চিন্তিত তাঁর ভক্তরা। শ্বাসকষ্ট নিয়ে অভিনেতা হাসপাতালে ভর্তি হলেও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।


সম্পর্কিত খবর