করোনা ভাইরাস থেকে বাঁচতে দরজা, জানলা খোলা রাখার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা নিয়ে মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সরকার ব্যাপক সক্রিয় রয়েছে। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং মৃতের সংখ্যা বেড়ে ৩। করোনা আতঙ্কে ভুগছে রাজ্যবাসী। করোনার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এর মধ্যেই ২০০ কোটি টাকার তহবিল তৈরি করেছেন। রাজ্যবাসীকে অযথা ভয় পেতে বারণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

30 mamata banerjee

করোনা প্রতিরোধ করার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন বিধি নিষেধ আরোপ করেছেন। এবং সাধারণ মানুষকে কিছু নিয়ম রীতি মেনে চলার পরামর্শও দিয়েছেন। নবান্নে করোনা পরিস্থিতি মোকাবিলায় রিভিউ মিটিং ডাকা হয়েছিল সোমবার। এই বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের করোনা প্রতিরোধের জন্য বলেন যে, ‘আমি সবাইকে ঘরের জানলা দরজা খোলা রাখতে বলব। ঘরে যদি এসি থাকে তাহলেও জানলা খুলে রাখবেন। ঘরে হাওয়া বাতাস খেললে ঘর থেকে অনেক ভাইরাস জানলা দিয়ে বেরিয়ে যাবে। যদিও কোন বিশেষজ্ঞ আমাকে এমনটা পরামর্শ দেয়নি, তাও বললাম এগুলো করলে ভালো থাকতে পারবেন’।

জানিয়ে দি, দরজা জানালা খোলা রাখলে সূর্যের আলোর প্রবেশ বাড়িকে জীবাণু মুক্ত রাখতে সাহায্য করে। সম্ভবত সেই পরিপ্রেক্ষিতে সচেতনা ছড়াতে মমতা ব্যানার্জী একথা বলেছেন। তবে অনেকের দাবি, জানলা দরজা খোলা রাখার সাথে কিন্তু করোনা তাড়ানোর কোন সম্পর্ক নেই। কারণ এই ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে। যার ফলে পরিবারের কোন ব্যক্তি আক্রান্ত হলে, একই পরিবারের অন্য ব্যক্তিরও আক্রান্ত হবার সম্ভাবনা প্রবল।

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগেই ছুটি ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই মেয়াদ বাড়িয়ে ৩১ শে মার্চ থেকে ১৫ ই এপ্রিল করে দেন। এবং এর পাশাপাশি সিনেমা হল, জনবহুল কর্মক্ষেত্র, সিনেমা- সিরিয়ালের শুটিংও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জন স্বার্থের প্রয়োজনের টালিগঞ্জে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ‘ইম্পা’।


সম্পর্কিত খবর