“মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন…”, মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের পিছনের আসল কারণ জানেন?

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিককালে রাজনৈতিক ব্যক্তিত্বদের করা মন্তব্য নিয়ে মিম বা ট্রোলিং ভিডিও বানানো একটা রেওয়াজে পরিণত হয়েছে। যারা এই ধরনের ভিডিও তৈরি করেন তাদের কাছে অন্যতম হট টপিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য। মুখ্যমন্ত্রীর বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আজকাল খুব ভাইরাল হচ্ছে।

বিভিন্ন বিষয়ে করা মুখ্যমন্ত্রীর বক্তব্য অনেক সময় হাসির খোরাকে পরিণত হচ্ছে সোশ্যাল মাধ্যমে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, এই ধরনের মিম থেকে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও বাদ যাচ্ছেন না। গত ২৮ আগস্ট ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরোও পড়ুন : নন্দীগ্রামে ফের জয় বিজেপির, মুখ রক্ষা হল না তৃণমূলের! দিব্যেন্দুকে নিয়ে বাড়ল রহস্য

বক্তব্য রাখার সময় একটা জায়গায় মুখ্যমন্ত্রী বলেন, “মহাভারত, নজরুল ইসলাম লিখেছিলেন..!” মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্যের শুধু এই অংশটুকু কেটে সোশ্যাল মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় তুমুল বিতর্ক ও বিদ্রুপ। বহু লোকে মুখ্যমন্ত্রীর শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু সম্পূর্ণ বক্তব্যে কী ছিল জানেন?

আরোও পড়ুন : মেঘলা আকাশ, কেমন থাকবে রাখি পূর্ণিমার দিন বাংলার আবহাওয়া! দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি? রইল আপডেট

বক্তৃতা দেওয়ার সময় একটা জায়গায় মুখ্যমন্ত্রী বলেন, “বিবেকানন্দ পড়ুন ও জানুন, পঞ্চানন বর্মা পড়ুন ও জানুন, নজরুল পড়ুন ও জানুন…, মহাভারত, নজরুল ইসলাম লিখেছিলেন, বেদ-বেদান্ত বাইবেল-ত্রিপিটক, গ্রন্থ সাহেব-জেন্দা বেস্তা পড়ে যাও যতসব…।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটি ভালো করে শুনলে বোঝা যাবে যে তিনি কখনোই বলতে চাননি মহাভারত এর রচয়িতা কাজী নজরুল ইসলাম।

mamata banerjee new 0 sixteen nine

বরং নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) একটি বাণী বলতে গিয়ে তিনি তার আগে মুখ ফস্কে ‘মহাভারত’ শব্দটি বলে ফেলেছিলেন। আপনারা পুরো ভিডিওটি দেখে এর সত্যতা যাচাই করে নিতে পারেন। তবে প্রতিনিয়ত রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য নিয়ে মজার ভিডিও বানানো একটা রীতিতে পরিণত হয়েছে বাংলায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর