কেবল অপারেটরদের মুখে চওড়া হাসি, পুজোর আগেই বড় ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্ক : সদ্যই পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আসর শেষ হয়েছে। সেখানে বাংলার শাসকদলের জয় হয়েছে বটে কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে বিপর্যয় রুখতে তৎপর দলের হাইকমান্ড। আর সেই কার্যক্রমের মধ্যে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) বাংলার বিরাট সংখ্যক কেবল টিভি অপারেটরদের পাশে থাকার বার্তা দিলেন! এমনকি কেবল টিভি অপারেটরদের (TV Operator) জন্য বিশেষ সামাজিক সুরক্ষা যোজনার কথাও ঘোষণা করতে চলেছেন তিনি।

জানা যাচ্ছে দুর্গাপুজোর আগেই কেবল টিভি অপারেটরদের সাথে আলোচনায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে কলকাতা ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন অফ ব্রডব্যান্ড আ্যান্ড কেবল টিভি অপারেটার্স-এর ১২ তম বার্ষিক অনুষ্ঠানে ফোন মারফত মুখ্যমন্ত্রী জানান, “কেবল অপারেটারদের প্রত্যেকে যাতে স্বাস্থ্য সাথী কার্ড পায়, তা সরকার সুনিশ্চিত করবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমাদের ভবিষ্যৎ স্কিম আছে। যাতে সরকার ৫ লক্ষ টাকা গ্র্যান্ট দেয়। ওই টাকা নিয়ে আপনারা গ্রামেগঞ্জে ব্যবসা করতে পারবেন। নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। আপনাদের যে কোনও বিপদে-আপদে আমি ছিলাম, আছি, থাকবো।” এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বর্তমানে এমএসও, কেবল অপারেটারদের ব্যবসা চলছে না। বড় টেলিকম সংস্থাগুলি এখন এই ব্যবসায় এসে গেছে। তারা এসে ডিরেক্ট-টু-হোম ব্যবহার করে এই সমস্ত অপারেটার ও তাদের কর্মীদের পথে বসিয়ে দিচ্ছে।”

বিষয়টি নিয়ে ফিরহাদ হাকিম তথ্য এবং পরিসংখ্যান নিয়েও হাজির হন। সেখানে তার বক্তব্য ছিল যে, রাজ্যের প্রায় ৫ লক্ষ কেবল অপারেটার রয়েছে এবং তাদের সাথে কাজ করেন ৫০ লক্ষ মানুষ। এতজন নাকি কর্মহারা হয়েছেন বড় বড় কোম্পানির জন্য। তবে মানুষের পাশে থাকার আশ্বাস যুগিয়ে তার বক্তব্য ছিল, “আমাদের কোনও একটা পলিসি করতে হবে। বড় অপারেটার এসে যাওয়ায় ছোট বন্ধ হয়ে গেল, এটা হতে পারে না। কিন্ত, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি।”

cable

ফিরহাদ হাকিম দলের কমান্ড মেনে কেবল অপারেটরদের পাশে থাকার আশ্বাস দেন। এমনকি বড় কোম্পানি গুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। এখন দেখার বিষয় হল, এগুলোর একটাও পালন হয় নাকি কথার কথা হিসেবেই থেকে যায়। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও। মঞ্চ থেকেই আশ্বাস জোগান কেবল অপারেটরদের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর