পাল্টা সভা, এবার উত্তরবঙ্গেও মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর! ভোটের আগে মেগা প্ল্যান বিরোধী দলনেতার

বাংলা হান্ট ডেস্কঃ পারিবারিক অনুষ্ঠান সাথে প্রশাসনিক ও দলীয় কর্মসূচী। বুধবার ঝুলি ভর্তি কাজ নিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাহাড়ে পারিবারিক অনুষ্ঠান মিটিয়ে যাবেন শিলিগুড়ি (Siliguri)। আগামী ১২ ডিসেম্বর শিলিগুড়ি শহরে কর্মসূচী রয়েছে মমতার। আর এরই মধ্যে এবার উত্তরবঙ্গে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সূত্রের খবর, ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সভার দিনেই শিলিগুড়িতে পাল্টা সভার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। একই দিন একই শহরে মমতা বনাম শুভেন্দু। জানা যাচ্ছে এই সভার অনুমতি চেয়ে আজই শিলিগুড়ি পুলিশের কাছে আবেদন জানাবে বিজেপি।

শুধু তাই নয়। সভা যাতে কোনও ভাবেই বাতিল না হয়ে সে কারণে আগে থেকেই আদালতে যাওয়ার প্রস্তুতিও সেরে রেখেছে দল। দলীয় সূত্রে খবর, সভায় যে পুলিশ বাধা দিতে পারে সেই বিষয়ে তারা অবগত। তাই আগেভাগেই সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।

আরও পড়ুন: ‘বাংলা দুর্নীতিতে ডুবছে আর উনি নাচছেন, ঠুমকা লাগাচ্ছেন’, মমতাকে আক্রমণ গিরিরাজ, শুভেন্দুর

মমতার পাল্টা শুভেন্দুর এই সভা নিয়ে ক্রমশ্য চড়ছে রাজনীতির পারদ। শুরু হয়ে গিয়েছে তরজা। মমতার সভা নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, শীতকালে ফুটবল লিগের খেলা বন্ধ রেখে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি চলছে। মাঠ খোঁড়া হচ্ছে। এরই প্রতিবাদ জানাতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পাল্টা সভা করছে।

suvendu mamataa

ওদিকে পাল্টা তৃণমূলের দাবি গন্ডগোল পাকাতেই একই দিনে সভা করতে চাইছে বিরোধী শিবির। এই প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব বলেন, পায়ে পা লাগিয়ে গোলমাল তৈরির জন্যই বিজেপির এই সভা। মানুষ এর জবাব দেবে। সবমিলিয়ে শিলিগুড়িতে মমতার সভার দিনই শুভেন্দুর পাল্টা সভা নিয়ে বাড়ছে উত্তাপ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর