বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) এর ঘোষণা হতেই আতঙ্কের আবহ তৈরি হয়েছিল। দলে দলে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ওপারে যাওয়ার জন্য অপেক্ষা করতেও দেখা গিয়েছে। এমনকি এ রাজ্যেও এসআইআর আতঙ্কে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, মৃত্যুও হয়েছে অনেকের। এবার এসআইআর আতঙ্কে মৃত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসআইআর (SIR) আতঙ্কে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য
মুখ্যমন্ত্রী এদিন জানান, এখনও পর্যন্ত এ রাজ্যে এসআইআর আতঙ্কের কারণে আত্মহত্যা সহ ৩৯ জনের মৃত্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এসআইআর এর জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন। তিনি বলেন, এসআইআর (SIR) আতঙ্কে মৃত্যু হওয়া প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

কতজন অসুস্থ হয়েছেন: এসআইআর আতঙ্কের কারণে এখনও পর্যন্ত অসুস্থ হয়েছেন ১৩ জন। চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। অভিযোগ, এই ১৩ জনের মধ্যে ৩ জন বিএলও কাজের চাপের শিকার। এই ১৩ জনকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : মৃত ভোটারদেরও তালিকায় রাখার চাপ BLO-দের উপর, তৃণমূল নেতার অডিও ফাঁস করে গুরুতর অভিযোগ শুভেন্দুর
কত টাকা আর্থিক সাহায্য: সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত চার জন বিএলওর কাজের চাপে মৃত্যুর অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন বলেন, এই চারজনের মধ্যেও দুজনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সরকারের তরফে।
আরও পড়ুন : ঝাড়খণ্ডে বসে জালিয়াতির ছক, বাংলায় পুলিশ নিয়োগে জালিয়াতির কাণ্ডে ধৃত ১৭
প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গ সহ আরও ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর প্রক্রিয়া। এই এসআইআর প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্নও উঠছে। বিএলওদের অভিযোগ উঠে আসছে বারংবার। এই অভিযোগ নিয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশনও।












