বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে বেশ কিছু প্রকল্পে আবার ভাতা প্রদান করে রাজ্য। এবার এমনই একটি স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার এই সুখবর দিয়েছেন তিনি।
কোন প্রকল্পের বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee)?
সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জানিয়েছিলেন, জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য (Government of West Bengal) নানান প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে। শুক্রবার বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আরও বড় ঘোষণা করলেন তিনি।
গতকাল বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গনে এক সপ্তাহ ব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মমতা। সেখানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেন, ‘আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দও অনেকখানি বৃদ্ধি পাবে’।
আরও পড়ুনঃ কসবায় TMC কাউন্সিলরকে খুনের চেষ্টা! গ্রেফতার মাস্টারমাইন্ড! গোটা ঘটনার নেপথ্যে কে?
মুখ্যমন্ত্রী জানান, ‘জয় জোহর প্রকল্পে’ পেনশন (Pension) গ্রাহকদের বরাদ্দ এবার ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০০ টাকা করা হবে। সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য ৩১০টি নতুন হস্টেল তৈরি করা হবে। রিপোর্ট বলছে, জনজাতি উন্নয়ন সম্বন্ধিত বিষয়ে বৈঠক ডেকেছেন মমতা। সেখানে এই বিষয়ে বিশদে আলোচনা হতে পারে বলে অনুমান।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রশাসনিক সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ‘ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল’এর ওই বৈঠক আগামী সোমবার হতে পারে। এদিকে গতকাল মমতা দাবি করেন, তাঁর সরকার বরাবর জনজাতি কল্যাণে প্রাধান্য দিয়েছে। তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে এদিন ধামসা, মাদল তুলে দেন। সেই সঙ্গেই তাঁদের সঙ্গে নাচের তালে পা-ও মেলান।
গতকালের অনুষ্ঠান থেকে ক্রীড়াক্ষেত্রে জনজাতি গোষ্ঠীর অবদানের কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। তাঁদের কৃতিত্বের কথা উল্লেখ করে মমতা (Mamata Banerjee) বলেন, ‘গর্ব করে একথা বলতে পারি, আগামী দিনে এরা অলিম্পিক জিতবে’।