SSKM-এ মমতা, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল উডবার্ন ওয়ার্ডে

বাংলা হান্ট ডেস্কঃ আজ হলদিয়ায় মনোনয়ন পেশ করেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেলে নন্দীগ্রামে মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দিচ্ছিলেন তিনি। মন্দিরে ঘোরার সময় ওনার সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়েছে বলে জানা যায়।

নন্দীগ্রামের রেয়াপাড়ার শিব মন্দির থেকে বের হওয়ার সময় ওনার সঙ্গে ধাক্কাধাক্কি হয়ে বলে অভিযোগ উঠেছে। এরপর গাড়িতে উঠে তিনি বলেন, ওনাকে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে। তিনি এও বলেন যে, আমাকে ইচ্ছে করে ধাক্কা দেওয়া হয়েছে। ওনার পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। ওনার পা ছুলেও গিয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর মাথায় ওষুধ লাগানো আছে দেখা গিয়েছে।

এই নিয়ে চক্রান্তের অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তবে এত নিরাপত্তার মধ্যে এই ঘটনা ঘটল কি করে সেটা নিয়ে উঠছে প্রশ্ন।

এরপর নন্দীগ্রাম থেকে গ্রিন করিডর করে মুখ্যমন্ত্রীকে কলকাতায় নিয়ে আসা হয়। ওনাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর হাসপাতালে যাওয়ার আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে স্ট্রেচারে করে ওনাকে নামিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ওনাকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর