বাংলাকে বর্গি-বহিরাগতহানা থেকে বাঁচতে হবে, ঘৃণার রাজনীতি চলছে বিশ্বভারতীকে নিয়েঃ মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির চাণক্য তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। কিছুদিন আগেই বোলপুরে অমিত শাহের রোড শোয়ের পাল্টা দিতে মঙ্গলবার বোলপুরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শেষে আবার জামবুনি মোড়ে জনসভা করে বিজেপির বিরুদ্ধে কামান দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী।

কিছুদিন আগেই জাতীয় সংগীতের কিছু শব্দ অসঙ্গত মনে হওয়ায় এক বিজেপি নেতা রবিঠাকুরের জাতীয় সঙ্গীত বদলানোর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। এদিন মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত প্রসঙ্গে বিজেপিকে একহাত নিয়ে মমতা ব্যানার্জী বলেন, ‘বাংলায় হানা দেওয়া বহিরাগত, বর্গিদের থেকে বাংলাকে রক্ষা করতে হবে। বাংলার মেরুদন্ড ভাঙ্গতে ওঁরা চক্রান্ত করছে। জনগণ বদলে দেবে! ক্ষমতা থাকলে একটু টাচ করে দেখাক’।

fbffbf

কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলা সফরে এসে বিশ্বভারতীকেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলে মন্তব্য করেছিলেন। এদিন জামবুনি মোড়ে জনসভায় দাঁড়িয়ে তীব্র কন্ঠে হুঙ্কার দিয়ে মমতা ব্যানার্জী বললেন, ‘গান্ধীজিকে ওঁরা একটুও সম্মান করে না। দেখুন না যারা গান্ধীজিকে হত্যা করেছিলেন, তারাই আজ ওদের নেতা। তবে বাংলায় রাজনীতি করার আগে বাংলা সম্পর্কে একটু জানতে হবে। এদিকে দেখুন কেউ কেউ তো এখানে এসে আবারও রবিঠাকুরের জন্মস্থানটাই পালটে ফেলছেন’।

এরপর তিনি একযোগে বিশ্বভারতী নিয়ে নানা সমস্যা এবং পৌষমেলার মাঠে পাঁচিল তোলার প্রসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, ‘এখন তো বিশ্বভারতীকে কেন্দ্র করে ঘৃণার রাজনীতি করছে ওঁরা। ধর্মান্ধ রাজনীতি চলছে। অকথা, কুকথা চলছে বিশ্বভারতীতে। বিশ্বভারতী তথা গোটা বাংলায় ঘৃণ্য ধর্মের আমদানি করে হিন্দু ধর্মকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে জোরকদমে। জোর করে বিশ্বভারতীয় পাঁচিল গেঁথে দিয়ে মানুষকে কারাগারে নিক্ষেপ কররা চেষ্টা হচ্ছে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও’।

Smita Hari

সম্পর্কিত খবর