বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় জমে উঠেছে রাজনৈতিক তর্জা। ভোটের মরশুমে কখনও তৃণমূল- বিজেপি, আবার কখনও তৃণমূল- জোট, মৌখিক যুদ্ধ বেঁধে যাচ্ছে নির্বাচনী প্রচারের আসর থেকেই। প্রচারে বেরিয়ে ISF প্রধান আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddiqui) নাম না করেই আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।
প্রথম থেকেই মিম-কে বিজেপির বি টিম বলে আক্রমণ করে আসার পর এবার নাম না করেই আব্বাস সিদ্দিকিকে আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। এক জনসভা থেকে পচা ধচা বলে অভিহিত করে বাচাল ছেলে বলে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জি। পাল্টা জবাবও দিলে আব্বাস সিদ্দিকি।
মমতা ব্যানার্জির কথায়, ‘বিজেপির থেকে টাকা নিয়ে আপনাদের এখানে থেকে সংখ্যালঘুর ভোট কাটার জন্য চারিদিকে ঝামেলা করছে এখানকার একটা পচা ধচা ছেলে। আমি হিন্দু মুসলিম সবাইকে একসঙ্গে নিয়ে দল করি, কোন সাম্প্রদায়িকতা করি না। তাই আপনাদের নিরাপত্তা, শিক্ষা, তীর্থক্ষেত্র, সমাজ, কর্মক্ষেত্র সবকিছুর দায়িত্ব আমার। ওসব পচাদের দিয়ে কিছুই হবে না, ওঁরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে’।
পাল্টা জবাব দিয়ে আব্বাস সিদ্দিকি বললেন, ‘বিজেপির থেকে টাকা নিয়ে মমতা ব্যানার্জি বাংলায় পদ্মযুল চাষের জমি তৈরি করেছেন। সংখ্যালঘু ভোট ভাগ না করে হিন্দু ভোট ভাগ করার বার্তা দিচ্ছেন কি তৃণমূল নেত্রী? তাহলে কি আপনি এটা প্রমাণ করতে চাইছেন, যে হিন্দুরা বিজেপিকে পছন্দ করে? আপনি কি এখানে কমলা করতে চাইছেন? আজকে বাংলায় কিন্তু এই বিভাজনের রাজনীতি অন্য কেউ নয়, মমতা ব্যানার্জিই করেছেন’।