বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের (Lok Sabha election 2024) মাঝে জোর কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার মালদায় (Malda) সভা করেন মমতা। আর সেখানে দাঁড়িয়েই বিজেপি, কংগ্রেস, সিপিএম-কে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো। এদিন মালদার কংগ্রেসের প্রবাদপ্রতিম নেতা প্রয়াত বরকত গনিখান চৌধুরীর নাম নিয়েই রাম-বাম-হাতকে বিদ্ধ করলেন মমতা।
মমতা বলেন, “আমি বরাবরই কংগ্রেসকে সাহায্য করতে চেয়েছি। বিধানসভায় ওদের একটাও আসন নেই। আমি লোকসভায় দু’টো আসন দিতে চেয়েছিলাম। ওরা নিল না,গিয়ে সেই সিপিএমের হাত ধরল। আপনারা চান, বাংলায় আমি সিপিএমের কাছে আত্মসমপর্ণ করি?” মালদহবাসীকে উদ্দেশ্য করে মমতার সতর্কবার্তা, “বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আরেকটা কংগ্রেস!”
এদিন মালদা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচারসভা থেকে মমতা বলেন, “মনে রাখবেন, এর আগে মালদহ লোকসভা কিন্তু তৃণমূল কখনও পায়নি। একুশের বিধানসভায় আপনারা আমাদের ঢেলে ভোট দিয়েছিলেন বলেই আমরা বিজেপিকে আটকাতে পেরেছিলাম, তাহলে এবারেও কেন নয়?”
মমতা বলেন, “বরকতদাকে আমরা শ্রদ্ধা করি। তিনি যতদিন ছিলেন আপনারা কংগ্রেসকে ভোট দিয়েছেন। আমরা খুশি হয়েছি। কিন্তু এখনও কেন? মৌসম বেনজির নূরকে তো জিতিয়েছিলাম। কিন্তু লোকসভায় গিয়ে যে চুপ করে বসে থাকে। তাকে প্রার্থী করার প্রশ্ন নেই। মহুয়া মৈত্রকে দেখুন। সংসদে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল বলে ওকে তাড়িয়ে দিয়েছে।”
আরও পড়ুন: ‘সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে তার প্রমাণ মিলেছে’, কালীঘাটের কাকুকে নিয়ে বিস্ফোরক দাবি
মালদাবাসীর কাছে ক্ষমা চেয়ে মমতা বলেন, ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি যদি কেউ করে তাতে দলের অভিমান হলে মানুষের কাছে ভুল স্বীকার করা উচিত। আপনারা বিধানসভায় গণি সাহেবকে জিতিয়েছিলেন। মালদহকে মর্য়াদা দিয়ে তাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান করেছিলাম। তিনি এলাকায় আসতে সময় পান না। তাই আমার সিদ্ধান্ত এখন থেকে এখানটা আমি নিজে দেখব।”