‘অভিষেককে গ্রেফতার করবে, করে দেখাও…’, ভরা সভায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা, তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন (Loksabha Vote) শেষ হয়েছে। হাতে আর বাকি এক। আগামী ১ জুন সপ্তম ও শেষ দফায় লোকসভা নির্বাচন। গত মঙ্গলবার কলকাতায় আবার মোদির রোড-শোয়ের দিনই জোড়া পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট শুরুর আগে থেকেই ফুল ফর্মে তিনি। জেলায় জেলায় দাপিয়ে প্রচার চালিয়েছেন। বুধবার অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী তথা দলেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্য প্রচার করলেন তৃণমূল সুপ্রিমো।

ভোট প্রচারের প্ৰতি সভাতেই মমতার নিশানায় ছিল মোদী সরকার। এদিনও কিছু ব্যতিক্রম হল না। গতকাল মেটিয়াবুরুজের সভায় দাঁড়িয়ে একযোগে কেন্দ্রীয় সরকার ও ইডি-সিবিআইকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। অভিষেকের জোর প্রশংসা করে মমতা বলেন, ”ঝড় হোক, জল হোক, ও সারাদিন ওর নিজের সংসদীয় এলাকা নিয়েই ব্যস্ত থাকে। আমি ওকে বারবার বলি, তোর মতো এভাবে নিজের এলাকা কেউ দেখতে পারবে না। এত পারিস কী করে?”

   

এরপরই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করে মমতা বলেন, ”বলছে আমাকে, অভিষেককে গ্রেফতার করবে। করে দেখাও। কত জেল আছে আমি দেখব। কী হয় তুমি দেখ।” মমতার আক্রমণ, ”একটা প্রধানমন্ত্রী, হাঁটুর বয়সি ছেলের পিছনে লাগছে। ওর সাথে রাজনীতি করছে। ও আড়াই বছর বয়স থেকে দল করছে। সিপিএম যখন আমাকে মেরেছিল, তখন ও বলত, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও। ”

mamata abhishek 2

আরও পড়ুন: রথযাত্রার আগে ভয়ঙ্কর ঘটনা, পুরীর জগন্নাথের চন্দন যাত্রায় আচমকা বিস্ফোরণ, অগ্নিদ্বগ্ধ ১৫ জন

সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর গলায় বলেন, লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে বেশি সাফল্য পাবে বিজেপি। এর পাল্টা মমতা বলেন, ‘তার মানে কি উত্তর প্রদেশ, বিহারে বিজেপির আসন কমছে? মোদীর দাবির জবাব দিয়ে মমতা আরও বলেন, ‘উনি বলেছেন বাংলায় নাকি বিহার, উত্তরপ্রদেশের থেকেও বেশি আসন পাবেন। তার মানে হারবেন।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর