“বিল বাড়াতে ডেডবডি রেখে দেয়, জোর করে পেসমেকার বসায়”, স্বীকারোক্তি খোদ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ছিল এসএসকেএমের (SSKM) ৬৭তম প্রতিষ্ঠা দিবস। আর সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে এক্কেবারে বিস্ফোরক অভিযোগে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। “জোর করে পেসমেকার বসাতে হয়। আইসিইউতে প্রয়োজন না থাকলেও ডেডবডি রেখে দেয়।” ঠিক এমনই মন্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। তবে কাদের উদ্দেশ্য এমন বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী?

সোমবার এসএসকেএমে বেসরকারি হাসপাতালের (Private Hospitals) কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে ভাবেন শুধু টাকা, হ্যাঁ অনেক হাসপাতাল আছে, অনেক টাকা দেয়। তাঁদের শাড়িটাও পর্যন্ত ডাক্তারদের কিনতে হয়! এটাও আমি শুনেছি। এমনকি তাঁদের কমিশন দিতে হয়! জোর করে পেসমেকার বসাতে হয়। আসিসিইউ-তে প্রয়োজন না থাকলেও বিল তুলতে ডেডবডি রেখে দেয়। এরকমও অনেক আছে, আবার অনেক ভালো হাসপাতালও আছে। যা ডিটারমিনেশন নিয়েও কাজ করে। যারা হাসপাতালে কাজ করেন তাঁদের থেকে বড় সমাজসেবক আর নেই। অনেক টাকার প্রয়োজন সবসময় পড়ে না।’

যে অভিযোগ এতদিন রাজ্যের সাধারণ মানুষদের মুখে শোনা যাচ্ছিল এবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায় একথা শুনে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে নানা মহলে। তবে এদিন মুখ্যমন্ত্রী এসএসকেএম, এম আর বাঙ্গুর সহ একাধিক সরকারি হাসপাতালকে প্রশংসায় ভরিয়ে দেন। ফলে কার্যতই পরিষ্কার তৃণমূল নেত্রী রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলোর বিরুদ্ধেই এদিন তোপ দাগেন।

cm mamata

অপরদিকে বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। সেই ভোটকেই পাখির চোখ করে দিদির দূতরা পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে। এদিন সেই দিদির দূতেদের কেন্দ্র করে লাগাতার বিক্ষোভ প্রসঙ্গে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সমস্যা থাকলে নিশ্চয়ই বলবেন সমাধান হবে। কারও কথা শুনে কুৎসা অপপ্রচারে কান দেবেন না। ” পাশাপাশি তিঁনি বলেন, “বিজেপির নেতা নেত্রীরাও তাঁদের আত্মীয়দের নাম আবাসের তালিকায় তুলেছিলেন। আমাদের কাছে সব তথ্য আছে।” রাজনৈতিক মহলের মতে নিজের কথায় এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাবার নাম আবাস তালিকায় আসা নিয়েই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর