ব্যাঙ্ক থেকে টাকা তুলে জিনিস কিনতে গেলে পুলিশ ধরে নিতে পারে! কারণ টাকাটা জাল! বিস্ফোরক মমতা

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ক্রমেই এগিয়ে আসছে। আর তার আগে কোন জেলায় কেমন কাজ হয়েছে, সেই সবের খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরছেন। প্রশাসনিক বৈঠক করছেন। সেই সঙ্গে একটি করে দলীয় সভাও সেরে নিচ্ছেন তিনি। একুশের বিধানসভা নির্বাচন এবং তারপর পুরভোটে তৃণমূলের ব্যাপক সাফল্যের পরও কোনও খামতি রাখছেন না মমতা। এই পরিস্থিতিতে আজ আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আলিপুরদুয়ারের সভা থেকে সেই নোটবন্দি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাজারে ছেয়ে যাওয়া জাল টাকা নিয়ে নতুন আতঙ্কের কথাও শোনালেন তৃণমূল সুপ্রিমো।

মমতার কথায়, “১০০ শতাংশের উপর ৫০০ টাকার নোটে জালিয়াতি হয়ে গেছে। ২০০০ টাকার নোটে জালিয়াতি হয়ে গেছে। সব ভেজাল তৈরি করেছে।” শুধু তাই নয়, আমজনতার সমর্থনে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি ব্যাঙ্ক থেকে টাকা তুললেন। সেই টাকা নিয়ে জিনিস কিনতে গেলেন। দেখলেন পুলিশ আপনাকে ধরে নিল। কারণ আপনার টাকাটা জাল। এতে আপনার কী দোষ?” এর পাশাপাশি, ২০১৬ সালের নোটবন্দির কথা মনে করিয়ে দিয়ে তৃণমূলনেত্রী এদিন বলেন, “তখন বলেছিল আর জাল টাকা থাকবে না। এখন গোটা বাজারে জাল টাকা ছেড়ে দিয়েছে।

   

যদিও জাল নোটের প্রসঙ্গ নিয়ে মমতার বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিজেপির মুখপাত্র জানিয়েছেন, “আলিপুরদুয়ার তৃণমূল শূন্য জেলা। তাই আর কিছু না পেরে ওখানে গিয়ে মমতা জনমানসে আতঙ্ক ছড়াতে চাইছেন। এসব করে ওখানে লাভ হবে না।”

mamata 26 1

সভাশেষে, জনসাধারণ ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, বিজেপি প্রশ্রয়ে এসব হচ্ছে। শুধু তাই নয়, এদিনের সভা থেকে ডুয়ার্সে উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি দেন মমতা। বলেন, রাজনৈতিকভাবে তৃণমূলের কিছু ভুল হলেও তাদের সঙ্গেই যেন থাকে মানুষ। কারণ ভুল সংশোধন করতে পারে একমাত্র তৃণমূলই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর