কংগ্রেস নয়, লোকসভায় বিশৃঙ্খলার নেপথ্যে মমতা? বিস্ফোরক অভিযোগ রিজিজুর

Published on:

Published on:

Mamata Banerjee behind Parliament chaos claims Kiren Rijiju

বাংলা হান্ট ডেস্কঃ সংসদের বাদল অধিবেশনে বারবার হট্টগোল ও অধিবেশন স্থগিতের ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের এই আচরণ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা থেকে নির্দেশ দেন, সেই অনুযায়ী হইচই শুরু করে দেন তৃণমূল সাংসদরা।”

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ বলে অভিযোগ করেন রিজিজু

বিহারের SIR, ট্রাম্পের শুল্কনীতি, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের অপসারণের প্রস্তাব, ভিনরাজ্যে বাঙালি হেনস্তা, ইত্যাদি নানান ইস্যুতে বারবার বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। কংগ্রেসের থেকেও বেশি তৃণমূল কংগ্রেসই এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে বলে জানান কিরেণ রিজিজু। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি অশান্তির জন্য কংগ্রেস সাংসদদের দোষ দিতে চাই না। তাঁরা তাঁদের দলনেতার নির্দেশ মেনে কাজ করেন। কিন্তু তৃণমূল কংগ্রেস কাজ করে কলকাতা থেকে যে নির্দেশ আসে তা মেনে।”

সরাসরি মমতাকে (Mamata Banerjee) দুষলেন রিজিজুর

এই প্রসঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিশানা করে রিজিজুর বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে নির্দেশ দিলে সেটা মানতে সাংসদরা বাধ্য হন। ওঁরা হয়তো নিজেরা এক কথা বলেন, কিন্তু অন্যরকম কাজ করতে বাধ্য হন। এখানে বিশৃঙ্খলা করতে বাধ্য হন।” তাঁর কথায়, সংসদে অশান্তি তৈরির জন্য কংগ্রেস নয়, বরং তৃণমূলই মূলত দায়ী।

সংবিধান সংশোধনী বিলের সময় হট্টগোল

গত বুধবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন। বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন, তাহলে তাঁকে পদ থেকে সরতে হবে। বিরোধীরা এই বিলে তীব্র আপত্তি জানায়। ওয়েলে নেমে তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখান, ছিঁড়ে ফেলেন বিলের কপি এবং তা অমিত শাহের দিকে ছুঁড়ে দেন। রিজিজুরের দাবি, আগে থেকেই বিরোধীরা ওয়েলে নামবেন না বলে সম্মতি দিয়েছিলেন। কিন্তু পরে মমতার নির্দেশেই সিদ্ধান্ত বদল হয়।

Mamata Banerjee behind Parliament chaos claims Kiren Rijiju

আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটের জন্য বড় ধাক্কা! হঠাৎই অবসর ঘোষণা করলেন জনপ্রিয় এই অলরাউন্ডার, কান্না থামছে না ভক্তদের

বাদল অধিবেশনে বিরোধীদের প্রতিবাদ কেন্দ্র-রাজ্যের সম্পর্কে নতুন চাপ তৈরি করেছে। বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কে নিয়ে কিরেণ রিজিজুর সরাসরি অভিযোগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। যদিও এই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে এই বিষয়টি স্পষ্ট যে, আসন্ন দিনগুলোতে এই বিতর্ক ঘিরেই সংসদ ও রাজনীতির উত্তাপ আরও বাড়তে চলেছে।