বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। রবিবার ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এরপর থেকেই ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই। হাওড়ার জোড়াফুল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি নির্দল হয়ে লড়ার ‘হুঁশিয়ারি’ও দিয়েছে স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। এবার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, ‘মা-মাটি-মানুষ আমার পরিবার। রক্তের সম্পর্ক বললে আমাদের পরিবারে ৩২ জন সদস্য আছেন। বড় হলে অনেকের লোভ বেড়ে যায়। পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলে…ওঁর (বাবুন) সঙ্গে কোনও সম্পর্ক নেই। ওঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে ওঁকে কেউ আমার ভাই হিসেবে পরিচয় দেবেন না’। এখানে থামেননি মমতা, বাবুনের নাম না নিয়েই বলেন তাঁর অনেক কাজ অনেকদিন ধরে পছন্দ করছিলেন না তিনি। শেষ অবধি ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন তিনি।
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দলের একাধিক নেতা-নেত্রীর গলায় অভিমানের সুর শোনা গিয়েছে। বাঁকুড়ার টিকিট না পেয়ে মনঃক্ষুণ্ণ হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী না করায় কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন অর্জুন সিং। ইউসুফ পাঠানকে টিকিট দেওয়ায় আবার খুশি নন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এসবের মাঝেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে (Prasun Banerjee) প্রার্থী করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতার ভাই। মঙ্গলবার আবার কলকাতা ছেড়ে দিল্লি ছুটে যান বাবুন (Swapan Banerjee)। এরপরেই মাথাচাড়া দিতে থাকে মমতা-সহোদরের বিজেপিতে (BJP) যোগদানের জল্পনা। যদিও সেই জল্পনা এক নিমেষে উড়িয়ে দেন তিনি। দিল্লিতে যাওয়ার কারণ খোলসা করেন বাবুন বলেন, ‘আমার এক দাদার অপারেশন রয়েছে দিল্লিতে, সন্তুদা- সেই কারণেই এখানে এসেছি’।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে কাটছাঁট মুখ্যমন্ত্রীর কর্মসূচি ! তড়িঘড়ি ফিরছেন কলকাতায়, কী এমন হল?
মমতার ভাইয়ের দিল্লি যাত্রা নিয়ে বিস্তর চর্চা হলেও, তার সঙ্গে যে রাজনৈতিক কোনও যোগসূত্র নেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। পাশাপাশি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে বাবুন এও বলেন, ‘দিদির জন্য আছি। দিদি যতদিন বেঁচে আছেন ততদিন অন্য কোথাও যাওয়ার প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন দল ছাড়ব না’।
তৃণমূলের (Trinamool Congress) ছেড়ে বিজেপিতে যাওয়ার জল্পনায় জল ঢাললেও আসন্ন লোকসভা ভোটে হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের কথা শোনা গিয়েছে বাবুনের মুখে। তিনি বলেন, ‘…চিন্তাভাবনা করেছি নির্দল হলেও আমি হাওড়ায় দাঁড়াতে পারি। হাওড়ার ভোটার হয়েছি আমি। দিদিমণির সঙ্গে গিয়ে সরাসরি কথা বলব। রাখি পড়ি, ফোঁটা নিই, আমার কাছে দিদি ভগবান। ওঁর কথা অক্ষরে অক্ষরে মেনে চলি। মতভেদের স্থান নেই। নির্দল প্রার্থী হতে আশীর্বাদ চাইব। দিদি না বলবেন জানি, বোঝানোর চেষ্টা করব’।
এদিকে প্রসূনকে নিশানা করে তৃণমূল সুপ্রিমোর ভাই বলেন, ‘যে মানুষটা হাওড়ায় প্রার্থী হয়েছেন, মোহনবাগান ক্লাবের এজিএমের সময় আমায় গলাধাক্কা দেন প্রসূন ব্যানার্জি। আমায় অপমান করেছিলেন, তাঁকে নিয়ে আমার প্রচুর অ্যালার্জি। হাওড়ার মানুষ ওঁকে মেনে নিচ্ছে কিনা আমি জানি না। তবে আমি বলতে পারি এই প্রার্থী ঠিক হয়নি’।