বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাইতে সম্পন্ন হল তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি। সমগ্র রাজ্য থেকেই তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সমর্থক সোমবার উপস্থিত হয়েছিলেন ধর্মতলায়। এমতাবস্থায়, একুশের মঞ্চ থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধীদের দিকে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়ে ইতিমধ্যেই বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বাংলা ভাষার জন্য আন্দোলনের ডাক মমতার (Mamata Banerjee):
যেখানে তিনি (Mamata Banerjee) দাবি করেন, “বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে।” এমতাবস্থায়, আগামী ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, একুশের মঞ্চে বাংলা ভাষাকে আগলে রাখার ক্ষেত্রে একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, “টেলি প্রমটার থেকে দু-লাইন বাংলা লিখেন এখানে বাংলা ভাষায় কথা বললে বাংলায় ভোট পাওয়া যাবে না।”
আরও পড়ুন: আচমকাই বড় সিদ্ধান্ত! উপ-রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়, জানালেন কারণও
শুধু তাই নয়, মমতা (Mamata Banerjee) আরও জানিয়েছেন, “আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে ভাষা আন্দোলন। ওরা দোকানে গিয়ে বলছে মাছ খাবে না, মাংস খাবে না। দোকানে গিয়ে ভাঙচুরও করছে।” এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় এটা একবার করে দেখাও, তারপরে সাহসটা দেখব। আরও বেশি করে বাংলায় কথা বলুন। ভাষার উপর আক্রমণ মানব না। আগামী নির্বাচনের ফলাফল বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে। বাংলা ভাষার উপর আক্রমণ মানব না।” এদিকে, বাংলা বলার জন্য গ্রেফতার করলে দিল্লি পর্যন্ত লড়াই হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল করা হবে। এবার থেকে শুরু হল ভাষা রক্ষার শপথ।”
আরও পড়ুন: দুর্ঘটনায় হারান ২ টি হাত! আর্থিক অনটনকে সঙ্গী করেই কঠোর পরিশ্রমে রেভিনিউ অফিসার হলেন বৈভব
এদিকে, বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে মমতার এই আন্দোলনের ডাকের আবহেই এবার এর প্রত্যুত্তর দিতে মাঠে নেমেছে বিজেপি। ইতিমধ্যেই তৃণমূলের একটি পুরনো টুইট আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যেখানে উর্দুকে “দ্বিতীয় ভাষা” করার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। সেই টুইটটিকে সামনে এনেই আক্রমণ শানাচ্ছে বিজেপি।
We have asked for Urdu to be made a 2nd language in minority community-dominated areas: WB CM
— All India Trinamool Congress (@AITCofficial) September 21, 2015
মূলত, ২০১৫ সালের ওই টুইটে উল্লেখ করা হয়, “সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে বিবেচিত করার দাবি জানানো হয়েছে।” এমন পরিস্থিতিতে, বিজেপি জানিয়েছে একটা সময়ে তৃণমূলের তরফে উর্দুকে প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু নির্বাচনের ঠিক আগেই বাংলা ভাষার আবেগে সুড়সুড়ি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন মমতা। এমতাবস্থায়, বাংলা ভাষা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। বরং, একুশের মঞ্চ থেকে এটি উস্কে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।