বাংলা হান্ট ডেস্কঃ শহিদ দিবসের মঞ্চ থেকে ফের একবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লি, কমিশন, বিজেপি, কারও রেয়াত নেই তাঁর ভাষণে। বললেন, “আমি একা দশজনকে নেব।” কড়া হুঁশিয়ারি দিয়ে জানালেন, “বাংলার ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দিতে দেব না।”
সেই সঙ্গে যোগ করলেন, “বাঙালি হেনস্তা মানবে না। দরকারে ভাষা আন্দোলন হবে, এবার দিল্লিতে।” মঞ্চে দাঁড়িয়ে মমতা (Mamata Banerjee) ঘোষণা করলেন নতুন কর্মসূচি, ২৭ জুলাই থেকে ‘নানুর দিবস’, আর প্রতি শনি-রবিবার রাজ্যের সব ভাষাভাষীর মানুষকে নিয়ে হবে মিটিং-মিছিল।
চোখ দিয়ে জল নয়, এবার আগুন বেরবে
মমতার (Mamata Banerjee) অভিযোগ, বিজেপি বাংলার বিরুদ্ধে নতুন খেলা শুরু করেছে। বললেন, “কেন বৃষ্টি হয়নি বলুন তো? একটা কিছু গেম চলছে।” মঞ্চ থেকে তাঁর সরাসরি মন্তব্য, “চোখ দিয়ে জল নয়, এবার আগুন বেরবে।” বক্তব্যের মধ্যে বারবার উঠে আসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ, বিজেপির বিরুদ্ধে তোপ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ। তিনি বলেন, “কমিশনকে বলছি, ভোটার তালিকা থেকে বাঙালিদের নাম কাটলে, কমিশন ঘেরাও হবে।”
রোহিঙ্গা বিতর্কে জবাব, বিজেপিকে তোপ
বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলায় ১৭ লক্ষ রোহিঙ্গা (Rohingya) রয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বলছে বাংলায় ১৭ লক্ষ রোহিঙ্গা আছে, জেলে কত জায়গা দেবেন?” কেন্দ্রীয় নেতৃত্বকে উদ্দেশ্য করে এদিন মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, “আপনি ট্রাম্পের (Trump) কথায় চলেন। এদিন গোটা ধর্মতলায় তিলধারণের জায়গা ছিল না। মমতা নিজেই বলেন, “এই ভিড়টা ১০টা ব্রিগেডের সমান।” উপস্থিত কর্মীদের উত্তেজনায় মঞ্চ বারবার গর্জে উঠছিল।
আরও পড়ুনঃ পরপর ঢুকলো অ্যাম্বুলেন্স, প্রথমে কীর্তি, তারপর মদন-শতাব্দী, শহিদ দিবসে চাঞ্চল্যকর ঘটনা
এবার চুপ নয়, জব্দ হবে, স্তব্ধ হবে
এদিন সভা থেকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এবার চুপ করে থাকব না। জব্দ হবে, স্তব্ধ হবে।” মুখ্যমন্ত্রীর এরুপ আত্মবিশ্বাসপূর্ণ চ্যালেঞ্জে বিজেপি-বিরোধী শক্তি আরও উজ্জীবিত হয়েছে বলে দাবি করেন তৃণমূল নেতারা। মমতার (Mamata Banerjee) এই ভাষণে আজ জনতা উত্তাল করে তোলে ধর্মতলা চত্বর। শেষে মুখ্যমন্ত্রী বললেন, “আমার রাজ্যে আমি লড়াই করব, আমি একা দশজনকে নেব।”