বাংলা হান্ট ডেস্কঃ আগামী সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন। চার দিনের এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। বিজেপিকে কোণঠাসা করতে শাসকদল তৃণমূল একের পর এক কৌশল সাজিয়েছে বলে খবর সূত্রের। বিশেষ করে বাংলা ভাষা, বাঙালি পরিচয় এবং নির্বাচন কমিশনের এসআইআর ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের উপর হামলার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
তৃণমূল সূত্রে খবর, অধিবেশনের দ্বিতীয় দিনেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হামলার বিরুদ্ধে প্রস্তাব আনা হব। গত কয়েক মাসে রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র ও ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল। অভিযোগ, ওইসব রাজ্যে বাংলার শ্রমিকদের পুলিশ-প্রশাসন অত্যাচার করেছে, এমনকি অনেককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বারবার প্রতিবাদ জানিয়েছেন। বিধানসভার মঞ্চ থেকে শাসকদল এই আক্রমণের ঘটনাগুলি লিপিবদ্ধ করতে চাইছে।
SIR নিয়ে রাজনৈতিক লড়াই
তৃণমূলের দ্বিতীয় আক্রমণের কেন্দ্রে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। বিহারে এই প্রক্রিয়া শুরু হওয়ায় বাংলাতেও একই পদক্ষেপ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হবে। তাই বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে SIR-এর বিরুদ্ধে প্রস্তাব এনে তীব্র আলোচনার পথে হাঁটবে শাসকদল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুকেই বড় রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে তারা।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশে অধিবেশন
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি শেষে নবান্নে ফিরে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সরাসরি নির্দেশ দেন বিশেষ অধিবেশনের আয়োজন করতে। নবান্ন থেকে রাজভবন ও বিধানসভার সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যেই কার্যবিবরণী কমিটির বৈঠক ডাকা হয়েছে, যেখানে কর্মসূচি ঠিক করা হবে। সূত্রের খবর অনুযায়ী, সোমবার শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি থাকবে। মঙ্গলবার বাঙালি নিগ্রহের প্রস্তাব, বুধবার করম পুজো উপলক্ষে ছুটি এবং বৃহস্পতিবার SIR-এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে অধিবেশন শেষ হবে।
আরও পড়ুনঃ অযোগ্যদের নামের তালিকা ফাঁস! বিধায়কের মেয়ে থেকে তৃণমূল নেতার ছেলের নাম, প্রকাশ্যে SSC দুর্নীতি
তৃণমূল ও তৃণমূল নেতৃত্বের (Mamata Banerjee) কৌশল স্পষ্ট যে, বিধানসভা মঞ্চ থেকেই বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবি তুলে বিজেপিকে চাপে রাখা। অপরদিকে, বিরোধী শিবিরও কার্যবিবরণী প্রকাশের পর পাল্টা চাল দিতে প্রস্তুত। তাই আগামী সপ্তাহের বিধানসভা বিশেষ অধিবেশন রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক ও তর্ক-বিতর্ক উসকে দিতে চলেছে, তা বলাই যায়।