‘মুছে যাক হিংসা-বিদ্বেষ’, বাড়িতে কালীপুজো করে কী প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা?

Published on:

Published on:

Mamata Banerjee celebrates Kali Puja at home as a loving hostess

বাংলা হান্ট ডেস্কঃ প্রতি বছরের মতো এ বারও নিজের বাড়িতে পুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু মুখ্যমন্ত্রী নয়, এ দিন মমতা ছিলেন একেবারে গৃহকর্ত্রীর ভূমিকায়। এদিন হাতে কাঁসর, মুখে হাসি নিয়ে নিজেই মায়ের আরাধনা করলেন তিনি। আবার অতিথিদের আপ্যায়নও করলেন মুখ্যমন্ত্রী।

ছাত্রজীবন থেকেই কালীপুজো শুরু করেছিলেন মমতা (Mamata Banerjee)

ছাত্রজীবনে নিজের বাড়িতে কালীপুজো শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় থেকে এখন পর্যন্ত এই পুজো চলে আসছে টানা ৪৮ বছর ধরে। পরিবারের সবাই মিলে আয়োজন করেন পুজোর। প্রতিবছরই এই দিনটিতে বাড়ি ভরে ওঠে আলো, ফুল আর আনন্দে।

পাশে অভিষেকও (Abhishek Banerjee)

এ বছর পুজোতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। মায়ের পায়ে ফুল দিয়ে, যজ্ঞে অংশ নিয়ে আর অতিথিদের আপ্যায়ন করে কাটালেন তিনি। পরিবারের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা গেল তাঁকেও।

পুজো শেষে নিজের অনুভূতি জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, “এই বছর আমাদের বাড়ির কালীপুজো ৪৮তম বর্ষে পড়ল। আনন্দে-বেদনায়, সুদিনে-দুর্দিনে আমি মা কালীর চরণেই আশ্রয় নিয়েছি।” তিনি আরও বলেন, “আমার সব প্রার্থনা মানুষের জন্য। মা যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনেন।”

Mamata Banerjee celebrates Kali Puja at home as a loving hostess

আরও পড়ুনঃ ‘সেনার নজরদারি না থাকলে মহমেডানের জমি বিক্রি হয়ে যেত’, বিস্ফোরক অভিযোগ নওশাদ সিদ্দিকীর

মমতা (Mamata Banerjee) বলেন, “মা কালীর করুণায় মুছে যাক সব হিংসা-বিদ্বেষ। দীপের আলোয় ভরে উঠুক সবার জীবন, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে জেগে উঠুক বাংলা।” এদিন বিকেলে অভিষেক যান লেক কালীবাড়িতে। মায়ের পায়ে ফুল-মালা দিয়ে কিছুক্ষণ সময় কাটান মন্দিরে।