বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৫ ই আগস্ট গোটা দেশজুড়ে পালিত হতে চলেছে ৭৫ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার ‘অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে এ বছর ভারত জুড়ে পালন করা হবে একাধিক কর্মসূচি। ইতিমধ্যে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির পাশাপাশি অন্যান্য একাধিক অনুষ্ঠান এবং প্রসঙ্গের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সকল দেশবাসীকে তাদের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার চিত্র তুলে ধরার আহ্বান জানান আর এদিন সেই বার্তাই একপ্রকার তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে টুইট করে দিলেন বিশেষ বার্তা।
উল্লেখ্য, সম্প্রতি নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার বদলে জাতীয় পতাকার ছবি তুলে ধরেন। এদিন অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ও পরিবর্তন করে ফেললেন নিজের DP। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায়ের পাশাপাশি অন্যান্য একাধিক স্বাধীনতা সংগ্রামীদের চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ন্যায় জাতীয় পতাকার ছবি ব্যবহার না করলেও স্বাধীনতা সংগ্রামীদের ছবি তুলে ধরার মাধ্যমে তিনি দেশের ঐক্যের মতাদর্শকে তুলে ধরতে চাইলেন বলে মত বিশেষজ্ঞদের।
প্রোফাইল পিকচার বদলানোর পাশাপাশি টুইট করে বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “ভারতবর্ষ, যেখানে সকল বিভেদ দূর করে মানুষ মিলেমিশে থাকে। ভারত বর্ষ, যেখানে বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির মানুষ একই সঙ্গে বসবাস করে চলেছেন। ভারতবর্ষ, যেখানে সকল মানুষের মধ্যে গণতান্ত্রিক অধিকার বজায় থাকে। এটাই আমাদের ভারত বর্ষ।” একই সঙ্গে আরো একটি টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের মাতৃভূমির জন্য আমরা সকলে গর্বিত। আমাদের ভাবনা আলাদা হলেও ভারত একতার প্রতীক। দেশবাসী, ভারতবর্ষ বলতে আপনাদের কি ধারনা রয়েছে?”
Aren’t we all the proud people of this beautifully diverse land?
For us, INDIA means UNITY.
But, our ideas vary.
What then, my fellow Indians, is your idea for this great nation? #MyIdeaForIndiaAt75
(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2022
প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে কেন্দ্র সরকারের একাধিক কর্মসূচি রয়েছে। দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি অন্যান্য একাধিক কর্মসূচি নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আহ্বানে বহু দেশবাসী তাদের প্রোফাইল পিকচার বদল করেছে। তবে এদিন মমতা, প্রধানমন্ত্রীর পথে না হাঁটলেও তাঁর বিশেষ বার্তা যে দেশের ঐক্যকে বিশেষ মাত্রা দেবে, তা বলাবাহুল্য।