‘ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে’, দুর্গাপুর কাণ্ডে মমতার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Mamata Banerjee Clarifies Remarks on Durgapur Medical Student Assault

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুর গণধর্ষণকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দেওয়া মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। রবিবার উত্তরবঙ্গে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কীভাবে ওই প্রাইভেট কলেজের ছাত্রী রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের বাইরে বেরোলেন? মেয়েদের রাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বিরোধী শিবির তীব্র নিন্দা জানিয়েছে।

কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “ওটি একটি প্রাইভেট কলেজ। মেয়েটির নিরাপত্তার দায়িত্ব তো সেই প্রাইভেট কলেজেরই। রাত সাড়ে ১২টা নাগাদ কীভাবে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল। জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। কী হয়েছে জানি না। পুলিশ খতিয়ে দেখছে।”

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, “বেসরকারি কলেজগুলির উচিত নিরাপত্তা আরও জোরদার করা। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা উচিত। রাতে তাদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “পুলিশ কীভাবে জানবে রাতে কখন কে বেরোবে! বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েদের অনুরোধ করব রাতে যেন তাঁরা না বেরোয়। বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। কেউ যদি রাত সাড়ে ১২টায় কোথাও যায়, পুলিশ তো আর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।” এই মন্তব্যের পরেই তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী শিবির।

উত্তরবঙ্গে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “আউট অফ কনটেক্সট আমার কথাগুলো নেওয়া হয়েছে। দমদম বিমানবন্দরে আমার করা মন্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। আপনারা প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছি। কিন্তু সেই জবাব ঘুরিয়ে পেঁচিয়ে পরিবেশন করা হয়েছে। সম্পূর্ণ আউট অফ কনটেক্সট। এই ধরনের নোংরা রাজনীতি আমার সঙ্গে করবেন না। আমি অন্যদের মতো নই। সাংবাদিকদের সঙ্গে সরাসরি দেখা করি। অন্যরা আগাম তৈরি করা প্রশ্নের উত্তর দেয়।”

Mamata Banerjee Clarifies Remarks on Durgapur Medical Student Assault

আরও পড়ুনঃ দুর্গাপুর কাণ্ডে নতুন মোড়! চতুর্থ অভিযুক্ত শেখ নাসির উদ্দিনের গ্রেপ্তারে চাঞ্চল্য, এখনও ফেরারি পঞ্চম অভিযুক্ত

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, দুর্গাপুরকাণ্ডে দোষীরা কেউই ছাড়া পাবে না। ঘটনাটিকে ‘শকিং’ উল্লেখ করে মমতা বলেন, বাংলা এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। তবে এরপরেও মমতা বলেন, “রাতে মেয়েদের বেরোতে দেওয়া উচিত না। নিজেদেরও সুরক্ষিত রাখতে হবে তাদের।”