কেষ্টকে বীরের সম্মানে বের করে আনবেন, ও না ফেরা পর্যন্ত তিনগুণ লড়াই! হুঙ্কার মমতার

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক দুর্নীতি ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এর মাঝেই আবার সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে আর তার আগে দুর্নীতি ইস্যুকে ঢেকে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে মরিয়া শাসক দল। তার পূর্বে এদিন সকল দলীয় কর্মীদের নিয়ে বৃহৎ সমাবেশের আয়োজন করার কথা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশ থেকেই অবশেষে অনুব্রত মণ্ডল ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার দাবি, “কেষ্টকে বীরের সম্মানে বের করে আনতে হবে।” একই সঙ্গে বিরোধী দলগুলির উদ্দেশ্যেও এদিন কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে এদিন সমাবেশে মুখ্যমন্ত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়রা কি বক্তব্য রাখেন, সে দিকে নজর ছিল সকলের। আর অবশেষে এদিন দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি সাম্প্রতিক দুর্নীতি ইস্যু এবং বিরোধী দলগুলি প্রসঙ্গেও চাঞ্চল্যকর মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

   

প্রসঙ্গত, গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল। এ মামলায় অতীতেও ‘প্রিয়’ অনুব্রতর হয়েই সওয়াল করেন মুখ্যমন্ত্রী। এদিন সেই ধারা বজায় রেখে তাঁর দাবি, “যতদিন না বীরভূম জেলা তৃণমূল সভাপতি বের হয়ে আসছে, ততদিন পর্যন্ত আমাদের তিনগুণ লড়াই করতে হবে।”

এরপরেই মমতা বলেন, “কেষ্টকে বীরের সম্মানে জেল থেকে বের করে আনবেন। কেউ ওকে আটকাতে পারবে না। আসলে অনুব্রতকে জেলে আটকে রাখার মাধ্যমে বিজেপি ভেবেছিল, বীরভূম থেকে লোকসভা জিতবে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য পূরণ হবে না।”

anubrata mamata 1fa

এছাড়াও এদিন সিপিএমের শাসনকালকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওদের শাসনকালে একটা ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি যদি চাই, তাহলে ওদের প্রত্যেককে জেলে ঢোকাতে পারি। তবে তা করিনি।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর