AFC কাপে হারের পর চটিপেটা করে ATK-র জার্সি পোড়ালেন এক মোহনবাগান সমর্থক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল এএফসি কাপে হারের মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের মতোই গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে তারাও। কিন্তু এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফের্নান্দো সেই ফলাফলকে গুরুত্ব দিতে চাননি। তিনি জানিয়ে দিয়েছিলেন যে তাদের মূল লক্ষ্য হচ্ছে এফএসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল জেতা। সেই উদ্দেশ্যেই কাল কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান।

মাঠে নামার আগে এটিকে মোহনবাগান কোচ হুংকার ছেড়েছিলেন যে তারা গোল খেতে ভয় পান না। প্রতিপক্ষ যতই করুক, তাদের চেয়ে বেশি গোল করবে সবুজ মেরুন শিবির, এমনটাই পরিকল্পনা ছিল তার। কাল তার কথা মাত্র আংশিক সত্য হয়ে থেকে গেল। কাল তিন গোল করেছিল কুয়ালালামপুর সিটি। তার বদলে মাত্র একটি গোল করতে পেরেছে সবুজ-মেরুন শিবির।

কাল এটিকে মোহনবাগানকে সমর্থন করতে গ্যালারি ভরিয়ে দিয়েছিলেন সবুজ-মেরুন সর্মথকরা। কলালামপুর সিটি প্রথম গোল করার পর যখন তাদের দল সমতা ফেরায় তখন উল্লাসে গলা খুলেছিলেন মেরিনার্সরা। কিন্তু দল হারতেই শুরু হয় চূড়ান্ত গালিগালাজ এবং কটুবাক্য বর্ষণ। যে এটিকে মোহনবাগানকে তারা নিজেদের বলে দাবি করছিলেন, তাদের বিরুদ্ধে ফের একবার ‘রিমুভ এটিকে’ স্লোগান তুলে সরব হন সকলে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুটি ভিডিও অত্যন্ত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে এটিকের লাল সাদা জার্সি পুড়িয়ে দিচ্ছে এক মোহনবাগান সমর্থক। অপর ভিডিওতে ওই এটিকে জার্সিটিকে চটি পেটা করে আবর্জনার মধ্যে ফেলে দিতে দেখা যায় এক সবুজ মেরুন সমর্থককে। তারপর স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন ওই সমর্থক। দুটি ভিডিওতেই “বেল্লা চাঁও”-এর অনুকরণে “এটিকে যাও” গাওয়া হয়েছে। সকল মোহনবাগান সমর্থক এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু নিরপেক্ষ ফুটবলপ্রেমীরা এই ঘটনাকে অসভ্যতা বলে গণ্য করছেন।

কিছুদিন আগে গুজব রটেছিল যে মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম সরে যাবে। আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টস নাম নিয়ে মাঠে নামবেন জনি কাউকোরা। কিন্তু আইএসএলের অফিশিয়াল সূচি বেরোনোর পর দেখা যায় সেখানে তাদের এটিকে মোহনবাগান নামেই উল্লেখ করা হয়েছে। তবে এখনো এটিকে ছেড়ে সুপার জায়ান্টস নাম নিয়ে আইএসএলে মাঠে নামার আশা ছেড়ে দেয়নি মেরিনার্সরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর