ভুবনেশ্বর কেন, বাংলায় হাসপাতাল নেই নাকি! পার্থকে ওড়িশায় নিয়ে যাওয়ায় কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি প্রসঙ্গে বর্তমানে তোলপাড় বঙ্গ রাজনীতি। তবে গ্রেফতারির পর দুদিনের ওপর সময় পেরিয়ে গেলেও কোনরকম প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তবে এদিন ‘বঙ্গ সম্মান’ প্রদানের মঞ্চ থেকে অবশেষে মুখ খুললেন তৃণমূল নেত্রী। বিরোধীদের কড়া আক্রমণ করে তাঁর দাবি, “ভোগ করার জন্য আমি রাজনীতি করি না। আমি মনে করি, ত্যাগের রাজনীতি করা উচিত।”

এদিন ‘বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ’ সম্মান প্রদান করার জন্য নজরুল মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠতেই তাঁর গলায় এদিন শোনা যায় পার্থ গ্রেফতারির প্রসঙ্গ। তিনি বলেন, “আমি ভোগ করার জন্য রাজনীতি করিনি। আমার মনে হয় ত্যাগের রাজনীতি করা উচিত। রাজনীতি মানেই ত্যাগ, তবে সবাই সমান নয়। আমি একটা কথা বলতে পারি যে, দুর্নীতিকে জীবনে কখনো আমি সাপোর্ট করিনি আর করবোও না।”

পরবর্তীতে মুখ্যমন্ত্রী বলেন, “ভুল করার অধিকার সবার থাকে। সেটা যদি অজ্ঞানে করা হয়, তবে তা সঠিক করা যায়। কিন্তু সজ্ঞানে অপরাধ করলে সেটা দোষ। সত্য সবার সামনে আসা উচিত। যদি কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিন। কিন্তু আমার ছবি দিয়ে যেভাবে কুৎসা রটানো হচ্ছে, তা দেখে আমি দুঃখিত।” এদিন নজরুল মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার প্রসঙ্গেও প্রশ্ন ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, “ভুবনেশ্বরে কেন নিয়ে যেতে হবে, বাংলায় কি ভালো হাসপাতাল নেই?”

উল্লেখ্য, সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় বাংলার একাধিক স্থানে তল্লাশি চালায় ইডি। এরপরই পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন, সোনা গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে তারা। এরপরেই পার্থ-অর্পিতাকে গ্রেফতার করে ইডি।

786947 mamata banerjee 4pti 1

পরবর্তীতে দুর্গা পুজোর উদ্বোধনে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্পিতার একটি কথোপকথন সামনে আসে। সেই প্রসঙ্গকে উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী জানান, “একটি পুজো উদ্বোধনের ভিডিও বর্তমানে দেখানো হচ্ছে। তবে ওখানে কে রয়েছে, তা আমি জানতাম না। আমাকে বদনাম করার জন্য এসব করা হয়ে চলেছে। তবে আমাদের দল আদর্শ মেনে চলে। আমরা কখনোই অপরাধকে প্রশ্রয় দেবো না।”

Sayan Das

সম্পর্কিত খবর