বাংলা হান্ট ডেস্কঃ নবান্নে এদিন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (ববি) এবং এছাড়াও সেখানে উপস্থিত ছিল কলকাতা পুলিশের বহু আধিকারিক। সেই অনুষ্ঠান থেকেই ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে এমন এক মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী, যা নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র। আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ববি নিজে টাকাটা একটু বেশি নিয়েছে।” স্বভাবতই, তাঁর এই মন্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত সকলেই হতচকিত হয়ে পড়েন।
সাম্প্রতিক কালে, যেভাবে দুর্নীতিতে একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য কি কারণে এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, তা নিয়ে শুরু হয় জল্পনা। তবে পরবর্তীতে বিতর্কিত মন্তব্যের পিছনে আসল রহস্য উদ্ঘাটন করেন তিনি।
অনুষ্ঠান চলাকালীন বডিগার্ড লাইনে জলের সমস্যা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বডিগার্ড লাইনে বহুদিন ধরে কলকাতায় জলের একটা সমস্যা লেগেছিল। আমি যখন যাদবপুরের সাংসদ ছিলাম, সেই মুহূর্তে রাস্তায় জল দাঁড়ানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে সেখানে সেই জল থাকতো জমে! এর ফলে মানুষ অত্যন্ত দুর্ভোগের শিকারও হতেন। রাস্তাঘাটে হাঁটাচলা করা ছিলো মুশকিল। তবে বর্তমানে সেই সমস্যার সমাধান করা হয়েছে।”
এরপরেই একপ্রকার মজার ছলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গার্ডেনরিচে প্রায় 4 লক্ষ মানুষ অতীতের সমস্যার হাত থেকে মুক্তি পেয়েছে। তবে আমি বলতে চাই যে, ববি নিজে টাকাটা একটু বেশি নিয়েছে। আমার এলাকায় যেখানে 40 কোটি টাকা খরচ হয়েছে, সেখানে গার্ডেনরিচে 80 কোটি টাকা ধার্য করা হয়।” এরপর তৃণমূল নেতার উদ্দেশ্য তিনি বলেন, “আমার একবালপুরে জলের সমস্যা এখনো রয়েছে। তুমি আগেরবার সমস্যা সমাধানের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলে। এবার যদি জল জমে, তাহলে কিন্তু আমরা সবাই মিলে তোমাকে ধরব।”
এরপরেই ফিরহাদ হাকিম একপ্রকার আশ্বাসের সুরে বলেন, “গার্ডেনরিচের জল ভবিষ্যতে দক্ষিণ কলকাতার সকল প্রান্তে পৌঁছে যাবে। একবালপুরেও আর জল জমবে না।”
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…