বাংলাহান্ট ডেস্ক: ২ লক্ষেরও বেশি মানুষের বাস সাগরদ্বীপ এলাকায়। গঙ্গাসাগর মেলা ছাড়াও বছরের বিভিন্ন দিনে এখানে আসেন পুণ্যার্থীরা। তবে সাগরদ্বীপে যাতায়াতের অন্যতম বড় সমস্যা হল মুড়িগঙ্গা নদী। তাই স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, সবারই দীর্ঘদিনের দাবি মুড়িগঙ্গা সেতুর উপর সেতুর।
সোমবার গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরির প্রতিশ্রুতি দিলেন। কেন্দ্রীয় সরকারের তুলোধোনা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, কেন্দ্রের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার।
আরোও পড়ুন : রাত্রিবেলা রামমন্দির যেন এক স্বপ্নের স্বর্গ নগরী! ছবি প্রকাশ করল ট্রাস্ট, দেখে থমকে যাবেন
সোমবার গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে হেলিকপ্টার পরিষেবা আছে, কাকদ্বীপ লট ৮ জেটিঘাট, পানীয় জলের ব্যবস্থা, অসংখ্য কটেজ তৈরি করেছি আমরা। মুড়িগঙ্গা নদীতে সেতু তৈরি হয়ে গেলে বড় একটা কাজ হবে। এর জন্য অনেক টাকা দরকার। টাকার জন্য বহুবার চিঠি লিখেছে কেন্দ্রকে। কিন্তু এখনো পর্যন্ত সাড়া মেলেনি।”
এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির আশ্বাস দেন। তবে একাধিকবার আশ্বাস মিললেও কাজ কিছুই হয়নি। তাই মুড়িগঙ্গা নদীর উপর সেতু আদৌ তৈরি হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের মধ্যেই। জেলা প্রশাসন সূত্রে খবর, চার লেনের সেতু তৈরির পরিকল্পনা রয়েছে কাকদ্বীপ থেকে সাগর পর্যন্ত মুড়িগঙ্গা নদীর উপরে।
আরোও পড়ুন : অর্থের অভাবে ধুঁকছে মালদহ বিমানবন্দর! এয়ারপোর্টের সেই পরিত্যক্ত ছবি দেখলে শিউরে উঠবেন আপনিও
এই প্রজেক্টে আনুমানিক ১২ হাজার কোটি টাকা খরচ হতে পারে।সেতুর ৪ কিলোমিটার এর মধ্যে আড়াই কিলোমিটার থাকবে নদীর উপরে। আরো দু’ কিলোমিটার তৈরি হবে পার্শ্ববর্তী রাস্তা। ডিপিআর তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সরকার।
এক স্থানীয় বাসিন্দার কথায়, “প্রতিবছর গঙ্গাসাগর মেলা এলেই সেতু তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে বিশেষ কিছুই হচ্ছে না। প্রতিবছর এই প্রতিশ্রুতি আর কতদিন চলবে?” মুখ্যমন্ত্রী সোমবার এই কথাই জানিয়েছেন সবাইকে। সব মিলিয়ে,এখন এই সেতুটি আছে চর্চার কেন্দ্রবিন্দুতে।