বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের পূর্বে ক্রমশই জনপ্রিয় হয়ে ওঠে একটি স্লোগান; যা আট থেকে আশি, সকলের মুখে মুখে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করতে থাকে। অবশেষে সেই স্লোগানের উপর ভর করেই ঘটে কিস্তিমাত। বিধানসভা নির্বাচনে জয় লাভের পর অনেকটা সময় কেটে গেলেও এখনো বাংলার অধিকাংশ মানুষের মুখেই থেকে গিয়েছে সেই স্লোগান, খেলা হবে আর অবশেষে এদিন এর আসল অর্থ খোলসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ হোক কিংবা সমাজের অন্যান্য ক্ষেত্র, একাধিক মানুষের মুখে মুখে ঘুরতে থাকে ‘খেলা হবে’ স্লোগান। অনেকে যেমন এর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন, আবার বহু মানুষের পছন্দের বিষয়ও হয়ে ওঠে এটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের পূর্বে এটি ছিল তৃণমূল কংগ্রেসের প্রধান মাস্টার স্ট্রোক।
পরবর্তীতে সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের মতো বিরোধী দলগুলি এর বিরুদ্ধে প্রতিবাদ করলেও সাম্প্রতিক সময়ে অন্য কোন স্লোগান এটির ধারে কাছে আসতে পারবে না বলেই মত বিশেষজ্ঞদের। এমনকি, পরবর্তীতে এই স্লোগানকে কেন্দ্র করে একটি গানও ক্রমশ জনপ্রিয়তা অর্জন করে। তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্যের সেই গানটি ইতিমধ্যেই স্থান করে নিয়েছে প্রত্যেকের মোবাইল ফোন কিংবা অন্যান্য ডিভাইসে।
তবে বিগত বেশ কিছু সময় ধরে মানুষের মনে প্রধান একটি প্রশ্ন জাগতে শুরু করে এবং সেটি হল, এই ‘খেলা হবে’ স্লোগানের আসল অর্থ কি? আর অবশেষে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ স্লোগানের আসল অর্থ খোলসা করলেন। তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক থেকে শুরু করে অন্যান্য একাধিক মানুষকে উদ্বুদ্ধ করা এই স্লোগানের অর্থ বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, “অনেকের মনে প্রশ্ন জাগতে থাকে ‘খেলা হবে’ কথাটার মানে কি? আসলে আমাদের জীবনটাই তো খেলা। এখন আমরা জানতে পারি যে, কখন জন্মটা হবে! আসলে যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন জীবন। তাই খেলতে খেলতে পৌঁছে যেতে হবে জীবন সংগ্রামের পথে।”