আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ, নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Mamata Banerjee directs administration after Aadhaar gets voter list validation

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় আধার কার্ডকে বৈধ নথি হিসাবে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে ইতিবাচক ভঙ্গিতে গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে বুধবার তিনি সরাসরি নির্দেশ দেন, যাঁদের আধার নেই তাঁদের জন্য দ্রুত ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নিয়োগ, বিরোধীদের ভূমিকা এবং বাংলার সম্মান রক্ষার প্রসঙ্গেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে মমতা (Mamata Banerjee) প্রশাসনকে বলেন, আধারহীন মানুষদের ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে আধার কার্ড করিয়ে দিতে হবে। তিনি সতর্ক করেন, ভোটার তালিকায় নাম নিয়মিত খতিয়ে দেখতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ভোটার তালিকায় নাম না থাকলে ওরা বলবে এনআরসি করিয়ে দাও।” পর্যবেক্ষকদের মতে, জলপাইগুড়ির জেলাশাসককে বলা হলেও, আসলে সব জেলা প্রশাসনকেই একই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি আদালতের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল হলেও নতুন নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। মমতা (Mamata Banerjee) জানান, ইতিমধ্যেই এক দফা পরীক্ষা হয়েছে, আরেক দফা আসছে রবিবার। প্রায় ৩৫ হাজার শূন্যপদে পরীক্ষা চলছে, পরের ধাপে আরও ২১ হাজার নিয়োগ হবে। বিরোধীদের উদ্দেশে তাঁর অভিযোগ, “যখনই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, তখনই এক দল কোর্টে যায়। আমি তো দিতে চাই, কিন্তু ওরা চাকরি খেতে চায়।”

সভা থেকে ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অভিযোগ করেন, প্রতিদিন সামাজিক মাধ্যমে তাঁকে অসম্মান করা হচ্ছে। মমতার বক্তব্য, “আমি দায়িত্বে না থাকলে বাংলাকে লুটে নেওয়া হবে। বাংলাকে গুজরাতে পরিণত করতে দেওয়া যাবে না।” তিনি দৃঢ়ভাবে জানান, “বাংলা চালাবে বাংলাই, দিল্লি নয়।” একই সঙ্গে ভিনরাজ্যে শ্রমিকদের উপর আক্রমণের ঘটনাও তিনি তুলে ধরেন। দাবি করেন, ইতিমধ্যেই ২৪ হাজার পরিবারকে ফিরিয়ে এনেছে রাজ্য সরকার।

Mamata Banerjee directs administration after Aadhaar gets voter list validation

আরও পড়ুনঃ “জানতাম না!”, জেলবন্দি সঙ্কট নিয়ে মুখ্যসচিবের জবাবে ক্ষুব্ধ হাই কোর্ট

একই দিনে জলপাইগুড়ির ১ লক্ষ ৫৫ হাজার মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সঙ্গেই ভোটার তালিকায় সতর্কতা, নিয়োগ প্রক্রিয়া এবং বাংলার আত্মমর্যাদা, তিনটি দিকেই প্রশাসন ও জনগণকে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।