মুখে মাস্ক পরিহিত মা দূর্গা! পুজো উদ্বোধনে গিয়ে এমনই ছবি আঁকলেন মমতা ব্যানার্জী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মা দূর্গার মুখে রয়েছে মাস্ক! এমনই ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। হাতে বাকি আর মাত্র ৬ দিন। তারপরই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো (Duraga puja)। চলছে লাস্ট মিনিটের প্রস্তুতি। করোনা আবহের মধ্যেও বিভিন্ন রাজ্যের সরকার পুজোতে অনুমতি না দিলেও, বাংলায় দূর্গা পুজোতে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সামাজিক দূরত্ব বিধি মান্য করেই চলছে মায়ের আগমনের তোরজোড়। প্রতি বছরের মত এবছরও বেশ কয়েকটি বড় পুজো মণ্ডপের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নিজেই। বালিগঞ্জের ২১ পল্লি, বোসপুকুর শীতলামন্দির এবং বোসপুকুর তালবাগান। বৃহস্পতিবার এই তিনটি বড় পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এবছর ৭৪-এ পা দিল বালিগঞ্জ ২১ শে পল্লী। এবারের থিম ‘কর্ম চক্র’। বালিগঞ্জ ২১ শে পল্লীর প্রতিমা শিল্পী অমল পাল। বৃহস্পতিবার সেখানে পুজোর উদ্বোধনে গিয়ে ছবিও আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আঁকলেন ত্রিনয়নী মা দূর্গার ছবি। সঙ্গে মায়ের মুখে রয়েছে মাস্ক। বর্তমান করোনা আবহে সকলকে আবারও সচেতন করতে মায়ের মুখেও মাস্ক এঁকে দিলেন মুখ্যমন্ত্রী।

পুজো উদ্বোধন এবং মায়ের ছবি আঁকার পাশাপাশি করোনা ভাইরাসের বিষয়েও সকলের উদ্দেশ্যে সচেতন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণ এড়াতে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী পুজো মণ্ডপ গুলোকে বেশ কিছু নিয়ম মান্য করতে বলেছিলেন। সেই সকল নিয়মও দেখা গেল এই বালিগঞ্জ ২১ শে পল্লীর মণ্ডপ সজ্জায়। করোনা আবহে কিছু সমস্যা থাকলেও, তারা সকলের সুরক্ষার কথা ভেবেই মণ্ডপ তৈরি করেছে।

X