মঙ্গলবার থেকেই ‘দুয়ারে দুয়ারে’ পৌঁছে যাবে মমতা ব্যানার্জির সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee) বাকুড়ার খাতরার প্রশাসনিক বৈঠক থেজে ‘দুয়ারে দুয়ারে সরকার’ এর সূচনা করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত প্রশাসনের তরফে বিভিন্ন ব্লকে ক্যাম্প করা হবে৷ প্রতিদিন দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত করা হবে ক্যাম্প।

Mamata Banerjee advises people's representatives to go from house to house and listen to their joys and sorrows

এই ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবে প্রশাসন। মানুষ যে পরিষেবা চাইবে তাকে তা সাথে সাথেই দেওয়ার চেষ্টা করা হবে। প্রশাসনের কাছে সেই সুযোগ না থাকলে তার তালিকা তৈরি করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই প্রকল্পের প্রথম দফার কাজ হবে ১ থেকে ১১ ডিসেম্বর৷ দ্বিতীয় দফার কাজ শুরু হবে ১৫ থেকে ২৪ ডিসেম্বর। তারপর বড়দিনের বিরতির পর তৃতীয় দফার কাজ হবে ২ থেকে ১২ জানুয়ারি। শেষ দফার কাজ হবে ১৮ থেকে ১৮ জানুয়ারি৷ শহর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও ক্যাম্পগুলি হবে। স্কুল, কলেজ, কমিউনিটি হল ও গ্রাম পঞ্চায়েতে বসবে এই ক্যাম্প। কোথায় কখন ক্যাম্প হবে তা আগে থেকেই জানিয়ে দেওয়া হবে।

এই প্রকল্পের জন্য সরকারের ১০ টি সামাজিক প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জোহর, তপশিলি বন্ধু ও একশ দিনের কাজ। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন আধিকারিকরা। পুরো এলাকারও একাধিক সমস্যার সমাধান মিলবে এই ক্যাম্পে। সব মিলিয়ে, এই মুহুর্তে ২১ এর ভোটের আগে জনসাধারণের কাছে পৌঁছে যেতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার,  এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

 


সম্পর্কিত খবর