বাংলা হান্ট ডেস্কঃ মেয়ো রোডের ভাষা আন্দোলনের মঞ্চ ঘিরে ফের চড়ল রাজনৈতিক পারদ। সোমবার দুপুরে হঠাৎই সেনার জওয়ানরা ফোর্ট উইলিয়াম থেকে এসে খুলতে শুরু করলেন সেই মঞ্চ, যা টানা এক মাস ধরে ব্যবহার করছিল তৃণমূল। শাসক শিবিরের দাবি, অনুমতি নিয়ে মঞ্চ তৈরি হয়েছিল এবং প্রতিটি শনিবার-রবিবার সেখানে আন্দোলনের কর্মসূচি হচ্ছিল। অথচ সেনা হঠাৎ ভেঙে দেওয়ায় তৃণমূলের ক্ষোভ তীব্র হয়েছে শাসকদলের অন্দরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
ফোর্ট উইলিয়াম সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়সীমার অনুমতি মিটে যাওয়ার পরও মঞ্চ রেখে দেওয়া হয়েছিল। সপ্তাহের দু’দিন কর্মসূচির অনুমতি থাকলেও বাকি পাঁচ দিন মঞ্চ পড়ে থাকার কোনও প্রয়োজন নেই বলে মত সেনা আধিকারিকদের। সেনার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওই মঞ্চের অনুমতি দেওয়া হয়েছিল মাত্র দু’দিনের জন্য। সেনাদের দাবি, আয়োজকদের সতর্ক করা হলেও মঞ্চ সরানো হয়নি, তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসকদল। তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “আমরা সব নিয়ম মেনে অনুমতি নিয়েছি। ২০,৫০০ টাকা সিকিউরিটি মানি জমা দিয়েছি। চেয়ার, ফ্যান, কাপড় সব সরানো হয়েছিল। কেবল বাঁশের কাঠামোটা ছিল। সেটা সরানোর জন্যও লোক ডাকছিলাম। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে সেনা এসে রাজনৈতিক দলের মঞ্চ খুলতে দেখিনি।”
ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
পরিস্থিতি উত্তপ্ত হতেই বিকেলে হঠাৎ মেয়ো রোডে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেখা যায়, সেনা জওয়ানরা মঞ্চ খুলছেন, সঙ্গে উচ্চপদস্থ কর্তারা এবং পুলিশ আধিকারিকরাও উপস্থিত। মমতা বলেন, “আমাকে জানালেন না কেন? আমাকে একটা ফোন করলেই তো বলে দিতাম।” এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘সেনাদের ব্যবহার করা হচ্ছে’ । এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘আর্মিই শুধু বাকি ছিল। আর্মিকেও যদি মিস ইউজ করে, তাহলে সিকিউরিটি কোথায় থাকবে?’ এরপর মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, ‘একটা এজেন্সির নাম বলুন যারা নিরপেক্ষ? এরা সবাই বিজেপি পক্ষ।’ এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি সেনাকে সম্মান করি, কিন্তু এই কাজ সেনাকে দিয়ে বিজেপি করেছে।’
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও দাবি করেন, “আমি আসতেই প্রায় ২০০ সেনা পালিয়ে গেল। আমি বললাম, তোমরা তো আমার বন্ধু, পালাচ্ছ কেন?” মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সেনার নিরপেক্ষ থাকা উচিত, কোনও রাজনৈতিক দলের হয়ে নয়।
নতুন মঞ্চের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
এই ঘটনার পর মমতা (Mamata Banerjee) বলেন, প্রতিবাদ থামবে না। মেয়ো রোড থেকে মঞ্চ সরালেও রানি রাসমণি রোডে নতুন মঞ্চ তৈরি করা হবে। তার জন্য ইতিমধ্যেই অনুমতিও নেওয়া হয়েছে। তাঁর কটাক্ষ, “বিজেপির অনুমতি নিয়ে আমি কোনও কর্মসূচি করব না। আমার অনেক জায়গা আছে।”