ফের আনন্দে ভাসল দেশবাসী! নিজের লেখা গানে ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

Published on:

Published on:

Mamata Banerjee Extends Bhai Phonta Greetings with Her Own Song on X

বাংলা হান্ট ডেস্কঃ ভাইফোঁটার দিন দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে নিজের অফিসিয়াল টুইটার (X) হ্যান্ডেলে ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন তিনি। শুধু শুভেচ্ছাই নয়, সঙ্গে শেয়ার করলেন নিজের লেখা ও সুর করা একটি গানও।

নিজের লেখা গানে ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

এই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় X-এ লেখেন, “ভ্রাতৃ দ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। আমার কথা ও সুরে, ঐতিহ্যর কণ্ঠে ছোট্ট নিবেদন।” সঙ্গে যুক্ত করেছেন নিজের লেখা ও সুর করা গানটির একটি অংশ। তাঁর এই পোস্টের কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয় ভিডিওটি। রাজ্যের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকেও শুভেচ্ছা বার্তা ভরতে থাকে মমতার পোস্টের কমেন্ট বক্স।

দুর্গাপুজোর পর ফের সঙ্গীতের মাধ্যমে বার্তা

এর আগেও দুর্গাপুজো উপলক্ষে নিজের লেখা ও সুর করা একাধিক গান দেশবাসীর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কখনও দেবীর বন্দনা, কখনও বাংলার সংস্কৃতির গানে মাতিয়ে তুলেছিলেন নেটদুনিয়া। এবার ভাইফোঁটার দিন সেই ধারাই বজায় রাখলেন তিনি। নিজস্ব সুর ও কথার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন ভ্রাতৃত্ব ও ভালবাসার বার্তা।

Mamata Banerjee Extends Bhai Phonta Greetings with Her Own Song on X

আরও পড়ুনঃ SSKM হাসপাতালে ১৫ বছরের নাবালিকাকে শৌচাগারে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত প্রাক্তন ওয়ার্ড বয়

মমতার (Mamata Banerjee) এই শুভেচ্ছা ঘিরে নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। কেউ লিখেছেন, “এটাই বাংলার মাটি, স্নেহ আর ভালোবাসার সুর।” কেউ বা প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর শিল্পীসত্তার। আপাতত মুখ্যমন্ত্রীর ভাইফোঁটার শুভেচ্ছা জানানোর এই অনন্য উদ্যোগে রাজ্যবাসীর মধ্যে আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে।