বাংলা হান্ট ডেস্কঃ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ঘিরে তৈরি হল নতুন চমক। সোনার তৈরি বিশেষ কলমে খোদাই করা হল বাংলার মুখ্যমন্ত্রীর মুখ ও তাঁর দলের প্রতীক। মাত্র ৯৯৯ টাকায় এই কলম সংগ্রহে রাখার সুযোগ দিচ্ছে প্রস্তুতকারী সংস্থা। তবে প্রশ্ন উঠছে, এই খোদাইয়ের জন্য আদৌ কি অনুমতি নেওয়া হয়েছে? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।
বাংলার ‘দিদি’ এখন স্বর্ণকলমে
বিশেষ ডিজাইনে তৈরি এই সোনার কলমে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ। তার ঠিক নিচে খোদাই করা তৃণমূল কংগ্রেসের লোগো। কালো কালি দিয়ে খোদাই করা মুখের রেখাচিত্রে ফুটে উঠেছে বাংলার মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি। কলকাতার বাজারে নয়, এই বিশেষ পেন বিক্রি হচ্ছে অনলাইনে। সংস্থার দাবি, সত্যিকারের বাঙালির সংগ্রহে থাকা উচিত এমন ঐতিহ্যমণ্ডিত কলম।
লেভারির দাবি, এই কলম শুধু গর্ব নয়, স্মারকও
কলম প্রস্তুতকারক সংস্থা লেভারি (Levari) জানিয়েছে, এটি শুধুমাত্র একটি পেন নয়, বাংলার গর্বের প্রতীক। এ ধরনের পেন আগে ভারতের অন্য খ্যাতনামা ব্যক্তিত্বদের মুখ নিয়ে বানানো হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মমতা। মূল্য ধরা হয়েছে ১৪৯৯ টাকা, তবে ‘দিদি’র জন্য ছাড়ে মিলছে ৯৯৯ টাকায়। অনলাইনে প্রচুর বিজ্ঞাপন দিয়ে এর প্রচার চালানো হচ্ছে।
সংস্থার ফেসবুক পেজে জানানো হয়েছে, এই মুহূর্তে মজুত আছে মাত্র ছয়টি পেন। তাই আগে বুকিং, আগে পেন, এই নীতিতেই চলছে বিক্রি। এই ঘোষণা প্রকাশ্যে আসতেই অনেকেই বুকিং শুরু করে দিয়েছেন। ভিডিওর মাধ্যমে প্রচারিত হয়েছে এই বিশেষ অফার।
অনুমতি ছাড়াই খোদাই? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে
তবে প্রশ্ন উঠছে, এই যে এক জন নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং একটি রাজনৈতিক দলের লোগো ব্যবহার করা হল, তার আগে কি অনুমতি নেওয়া হয়েছিল? সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হলেও, প্রস্তুতকারী সংস্থা কোনও উত্তর দেয়নি। ফলে শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে দোকানদারকে তৃণমূল বিধায়কের হুমকি! ফেসবুক পোস্টে মমতাকে একহাত নিল শুভেন্দু
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই, তাঁর জনপ্রিয়তা, সব মিলিয়ে এই কলম যেন এক প্রতীকী শ্রদ্ধার্ঘ্য। তবু অনুমতির প্রশ্নটিই এখন ঘুরপাক খাচ্ছে। তবে ‘দিদি’র মুখখচিত এই স্বর্ণকলম ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে।