মমতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান! শুনেই যা করলেন মুখ্যমন্ত্রী, স্তম্ভিত সকলে

বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে লোকসভা নির্বাচন। মাথার চোট সারিয়ে বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার টিয়াবনের হেলিপ্যাড মাঠে নামে। এরপর সড়কপথে মঙ্গলবাড়ি হয়ে জলপাইগুড়ির চালসায় যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সেই পথেই হল বিপত্তি।

বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবাড়ি বাজারে জাতীয় সড়কের পাশে জনসভা করছিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। মুখ্যমন্ত্রীর কনভয় সেই পথে যেতেই ‘চোর চোর’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। তারপর? আগে রামের ধ্বনি শুনে ক্ষেপে উঠলেও এবারে মমতা ভীষণ শান্ত। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলেন গোটা বিষয়টা। যা কার্যত নজিরবিহীন।

ঘটনার সময় সেখানে উপস্থিত পুলিশকর্মীরা বিজেপি কর্মীদের এহেন আচরণ করতে বারণ করলেও তাতে কর্ণপাত করেন নি কেউই। ওদিকে বিজেপি কর্মীদের ‘চোর’ স্লোগানে বিন্দুমাত্র উত্তেজিত হয়নি মুখ্যমন্ত্রী। উল্টে গাড়ির জানালা দিয়ে হাসিমুখে হাত নাড়িয়ে, হাত জোড় করে শুভেচ্ছাও জানাতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে।

ফিরে যাওয়া যাক ২০২১ সালে। সেই বছর বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রী রাম স্লোগান দিয়েছিলেন কয়েকজন। যা শুনেই গাড়ি থামিয়ে স্লোগান দেওয়া মানুষদের রীতিমতো তাড়া করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। তবে এবার চোর শুনেও দেখা গেল মুখ্যমন্ত্রীর হাসিমুখ।

mamata 4

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছি, বেশ করেছি’, এবার তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ BJP প্রার্থী রেখার

পরে এই নিয়ে মনোজ টিগ্গা বলেন, “সবাই জানে তৃণমূল মানেই চোর। তৃণমূল হচ্ছে চোরের দল।তাই যেখানকার রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা যান সেখানেই চোর চোর স্লোগান ওঠে। এটা বিজেপির কথা নয়। গোটা রাজ্যের মানুষ এখন এমনটাই বলছে। তাই তৃণমূলের কোনও নেতা রাস্তা দিয়ে গেলেই সাধারণ মানুষ চোর চোর স্লোগান তোলেন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর