দাদাগিরি শেষ! সীমান্তে পালিয়ে যাওয়া চীনের ট্যাঙ্ক উড়িয়ে দিল ভারতীয় সেনা, তারপর …

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সামরিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে ভারত ও চীন যুযুধান পক্ষ। তবে এবার ভারতের এই পদক্ষেপে বেশ কিছুটা চিন্তায় পড়বে চীন। এই পদক্ষেপের মাধ্যমে ভারত বুঝিয়ে দিল যে চীন ও চীনা সেনাবাহিনীর যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ভারতীয় সেনা। এই অবস্থায় ভারতীয় সেনার পক্ষ থেকে বৃহস্পতিবার চীনা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করার হাইয়ার অলটিটিউডে মহড়া দেওয়া হল।

এদিন ভারতীয় সেনাবাহিনী নিজেদের শক্তি প্রদর্শন করল প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায়। এই মহড়া চালানো হয়েছে সিকিমের সুপার হাই অলটিটিউড এলাকায়। ১৭ হাজার ফুট উঁচুতে সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস এই মহড়ার নাম দিয়েছে   ‘ওয়ান মিসাইল, ওয়ান ট্যাঙ্ক’। এই মহড়ায় অংশ নিতে দেখা গেছে ইস্টার্ন কমান্ডের যান্ত্রিক ও পদাতিক ইউনিটকেও।

আরোও পড়ুন : এপ্রিল নয়, মে’তেই প্রকাশ হবে মাধ্যমিকের রেজাল্ট? কোন দিন? জানা গেল সম্ভাব্য তারিখ

ক্ষেপণাস্ত্র বা মিসাইলের সাহায্যে ট্যাঙ্ক ধ্বংস করাই ছিল এই মহড়ার প্রধান উদ্দেশ্য। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির আবহে এই মহড়া চালানো হয়েছে। এই মহড়ার অংশ হিসাবে বিভিন্ন অংশ থেকে চলমান ও স্থির বস্তুতে গুলি চালানো হচ্ছিল। এই উচ্চ এলাকাতে যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ বাঁধে, তাহলে লাদাখের পাশাপাশি সিকিমের এই জায়গায় মুখোমুখি হবে দুই দেশের ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান।

india china 1 2024 04 cf51e49306138703f831291504215cab

চীনের ট্যাঙ্ক রেজিমেন্ট মোতায়েন রয়েছে উত্তর সিকিমের তিব্বতের মালভূমিতে। এই এলাকায় অপর দেশের পক্ষ থেকে আঘাত এলে ভারতের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে ট্যাঙ্ক। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এদিনের মহড়া বেশ ভালোভাবেই সফল হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর