নববর্ষের আগে নতুন ‘নামকরণ’! “শুভনন্দন” ছাড়াও দীঘার দুটি বিচের নাম দিলেন মুখ্যমন্ত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পর পয়লা বৈশাখ। তার আগে দীঘায় (Digha) প্রেস ক্লাবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সৃষ্টি করলেন নতুন বাংলা শব্দের। মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষের আগে সবাইকে শুভেচ্ছা জানাতে গিয়ে বললেন “শুভনন্দন।” বুধবার মুখ্যমন্ত্রী দীঘার দুটি বিচেরও নামকরণ করেন। একটির নাম দেন ঢেউ সাগর, অন্যটির সূর্য সাগর।

প্রেসক্লাব উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “শুভ নব বৈশাখের শুভনন্দন জানাচ্ছি আপনাদের। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন। আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন। অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে। শুভ কামনা, অভিনন্দন- এর মত শুভনন্দন কেন হতে পারে না? এই শব্দে শুভ ও নন্দন দুটোই রয়েছে। নান্দনিক বলতে পারেন।”

এর আগেও মুখ্যমন্ত্রী নামকরণের ব্যাপারে বিশেষত্বের চিহ্ন রেখেছেন। কলকাতার রাস্তার একটি নাম করেছেন ‘সত্যজিৎ রায় ধরনী।’ অন্যদিকে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্র শাবকদের নামকরণ তিনি করেছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের নাম মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। এগুলির মধ্যে রয়েছে নবান্ন, শুভান্ন, উপান্ন, উত্তীর্ণ (আলিপুরের অডিটরিয়াম)।

mamata

মুখ্যমন্ত্রী মূলত জেলা সাংবাদিকদের জন্য দীঘায় এই প্রেসক্লাব উদ্বোধন করেন। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “মিডিয়া হলেও সরকারের একটা অংশ আপনারা। আপনারা আমাদের বৃহত্তর পরিবার।” নবনির্মিত প্রেসক্লাব থেকে এদিন মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের সুসম্পর্ক বজায় রাখার বার্তাও দেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X