‘মা-কে দেখতাম মোহনবাগানের খেলা থাকলে কালীঘাটে পুজো দিতে’, সবুজ মেরুণ টেন্ট উদ্বোধনে আবেগপ্রবণ মমতা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ‘মোহনবাগান আমাকে নিজের মায়ের কথা মনে করিয়ে দেয়।’ ‘এই ক্লাবের মাটি যেন সোনার থেকেও খাঁটি।’ মোহনবাগানের নতুন ক্লাব টেন্ট উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনই সব মন্তব্য করে মোহনবাগান ভক্তদের মন জিতে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইসঙ্গে মোহনবাগানের ফুটবল পরিকাঠামোর উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন শতাব্দীপ্রাচীন ক্লাবটিকে।

মোহনবাগান ক্লাব তাঁবুতে উপস্থিত হয়ে আবেগবিহ্বল রাজ্যের মুখ্যমন্ত্রী। জানালেন, “আমার পরিবারে আমি দাদাকে দেখতাম ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতে। কিন্তু মা আবার ছিলেন মোহনবাগানের কট্টর সমর্থক। আমার পরিবারে এমন অনেকেই আছেন যারা ইস্টবেঙ্গলকে সাপোর্ট করেন, আবার অনেকে মোহনবাগানকেও সাপোর্ট করে। কিন্তু মহামেডানকে কেউ সাপোর্ট করে না। তাই আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর মহামেডানকেও সাপোর্ট করি। মোহনবাগানের খেলা থাকলে মাকে দেখতাম নিত্যদিন কালিঘাটে গিয়ে পূজা দিয়ে আসতেন তারপর ভিডিও নিয়ে বসে খেলা শুনতেন জেলে কলকাতায় এসেছিল সেইবারও আমি দেখেছিলাম মাকে কালীঘাটে পুজো পাঠাতে। আজ এই বিশেষ দিনে উপস্থিত থাকতে পেরে সেইসব পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে।”

কমনওয়েলথ গেমস ২০২২-এ স্বর্ণপদক জিতে ভারত এবং বাংলার মুখ উজ্জ্বল করেছেন হাওড়ার ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। এদিন মোহনবাগানের নতুন টেন্টের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থেকে তার জন্য ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নতুন ক্লাব তাঁবুর জন্য মোহনবাগান ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে তাদেরকেও ৫০ লক্ষ টাকা দান করেছেন তিনি। পাল্টা হিসাবে মমতা ব্যানার্জির হাতে লাইফ টাইম মেম্বারশিপ কার্ড তুলে দেওয়া হয় সবুজ মেরুণ ক্লাবের পক্ষ থেকে।

ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে মমতা ব্যানার্জি বলেছেন, “কমনওয়েলথ থেকে এবার দেশকে সোনা এনে দিয়েছেন অচিন্ত্য শিউলি। ওকে নিয়ে আমরা সকলে গর্বিত। আগামী ১৬ই আগস্ট আমরা খেল দিবস পালন করবো। সেদিনই ওর হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দেব।” অচিন্ত্য শিউলির পাশাপাশি পুরস্কার দেওয়া হবে কমনওয়েলথ স্কোয়াশে সিঙ্গলসে সোনা এবং মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জয়ী সৌরভ ঘোষালকে। তাকে দু লক্ষ টাকা দেওয়া হবে।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর