বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন (Spain) সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার বড়সড় প্রতিনিধিদল দল সমেত দেশ-বিদেশের মাটিতে দাঁড়িয়ে একের পর এক বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসছেন মমতা। পাশাপাশি বঙ্গবাসীর জন্য দিচ্ছেন একের পর এক সুখবর। বর্তমানে স্পেনের পর রাজ্যে শিল্প আনতে দুবাই (Dubai) গিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী হানি বিন আহমেদ আল জ়েউদি (UAE Minister Thani Bin Ahmed Al Zeyoudi) ও সেখানকার শিল্পপতিদের বৈঠক করেন মমতা। তাদের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র একজন দক্ষ রাজনীতিবিদ, তেমনটা কিন্তু নয়। পাশাপাশি একজন শিল্পীও বটে। ছবি আঁকা, গান লেখা, কবিতা, সুর সবেতেই তার ভারী গুন। এদিন সংযুক্ত আরব অমরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়াউদিকে নিজের হাতে আঁকা একটি ছবি উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনকে সেই ফ্রেম নিয়ে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায়। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: ED-র তালিকায় জ্বলজ্বল করছে নাম! তবে নেই পর্ষদের তথ্যে, ২ প্রাথমিক শিক্ষক হঠাৎ হাওয়া
এদিন দুবাইয়ে শিল্প-বাণিজ্য সম্মেলনের আগে বাংলায় বিনিয়োগের বিষয়ে বিখ্যাত লুলু গ্রুপের কর্তাদের সঙ্গেও বৈঠকে বসেন। সূত্রের খবর, নিউটাউনে বিশ্বমানের শপিং মল গড়ার পরিকল্পনা নিয়েছে ওই সংস্থা। সংযুক্ত আরব আমিরশাহি সরকার এবং শিল্পপতিদের বাংলায় শিল্পায়নের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: এক কিস্তিতেই ১৭০০ কোটি! রাজ্যে এল পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল অর্থ, তবে রয়েছে শর্তও
এই বৈঠক সেরে মুখ্যমন্ত্রী দুবাইয়ে থাকা প্রবাসীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে প্রবাসীদের আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন মমতা। মেতে ওঠেন দেশাত্মবোধক গানে।