বেকারত্ব ঘোচাতে নয়া সিদ্ধান্ত! ব্যবসার জন্য লোন দেবে মমতা সরকার

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে বেকারত্বের সমস্যা নতুন কিছু নয়। যে ভাবে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আন্দোলন হচ্ছে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ মেয়াদি হয়েছে তাতে হাজার হাজার বেকার যুবক যুবতী চাকরির অভাবে ধুঁকছে। তাই রাজ্যে বেকারত্ব ঘোচাতে এবার বড় ছোট সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এত দিন অবধি গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠী ছিল তবে এবার বেকারত্ব ঘোচাতে শহরে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে অল্প সুদে লন দিয়ে ব্যবসার জন্য বড়সড় সুযোগ করে দেবে রাজ্য সরকার।Personal Loans

এ বার শহরের সাত জন করে যুবকদের নিয়ে একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে যাঁরা অল্প সুদে সমবায় ব্যাংক ও আরবান ক্রেডিট সোসাইটি থেকে লোন নিয়ে ব্যবসা করতে পারবেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে। এই প্রকল্প চালু হলে রাজ্যের হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান হবে এমনটাই আশা করা যাচ্ছে।

এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, রাজ্যের আরবান সমবায় ব্যাংক ও আরবান ক্রেডিট সোসাইটি থেকে অল্প সুদে ঋণ দেওয়া হবে। যদিও প্রথমবার 9 শতাংশ হারে সুদ দিতে হবে কিন্তু ঋণ ফেরত দেওয়ার পর 7 শতাংশ হারে সুদ ফেরত দিয়ে দেওয়া হবে অর্থাত্ মাত্র দুই শতাংশ হারে সুদ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন বেকাররা।

এর ফলে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। উল্লেখ্য এখনও গ্রামাঞ্চলে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যার মাধ্যমে শিল্প ঋণে সুদ নেওয়া সহ একাধিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন গ্রামাঞ্চলের মহিলারা। এমনকি স্বনির্ভর গোষ্ঠী থেকে অনেকেরই কর্মসংস্থান হয়েছে।

সম্পর্কিত খবর