সাংহাই ব়্যাঙ্কিং-এ শ্রেষ্ঠত্বের শিরোপা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মমতা ব্যানার্জির

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সাফল্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ভোট বাজারে একদিকে বাংলায় চলছে রাজনৈতিক চাপানউতোর, আর অন্যদিকে ‘সাংহাই ব়্যাঙ্কিং অফ ওয়ার্লড ইউনিভার্সিটিস ২০২০’ দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের নিরিখে তৃতীয় স্থান দখল করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে লড়াইয়ের সেরার তালিকা প্রকাশ করেছিল ‘সাংহাই ব়্যাঙ্কিং অফ ওয়ার্লড ইউনিভার্সিটিস ২০২০’। যে তালিকায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে IISc ব্যাঙ্গালোর, দ্বিতীয় স্থানে রয়েছে IIT মাদ্রাজ। খ্যাতির তালিকায় আরও একটি সাফল্যের পালক যুক্ত করে এই তালিকার তৃতীয় স্থান দখল করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

দিল্লী বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকার চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে রয়েছে IIT দিল্লী, ষষ্ঠ স্থানে IIT খড়্গপুর এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় রয়েছে সপ্তম স্থানে। মেধার দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয় ‘সাংহাই ব়্যাঙ্কিং অফ ওয়ার্লড ইউনিভার্সিটিস ২০২০’ তালিকায় তৃতীয় স্থান অধিকার করে নেওয়ায় শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি জানিয়েছেন, ‘সাংহাই ব়্যাঙ্কিংয়ে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সমস্ত রাজ্যবাসীর কাছেই খুব গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পড়ুয়া এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে অনেক অভিনন্দন জানাই’।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এই তালিকায় শ্রেষ্ঠত্বের আসন পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে এই তালিকার প্রথম দশেও ঢুকতে পারেনি।

সম্পর্কিত খবর

X