অভিষেকের ভাষণ শুনে মঞ্চে উঠে দাঁড়ালেন মমতা! নজিরবিহীন দৃশ্য দেখল মেঘালয়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাহাড়ী রাজ্য মেঘালয়ে (Meghalaya) আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election)। সেখানে জয়ের পতাকা উত্তোলিত করতে আটঘাট বেধে প্রস্তুতিতে নেমেছে ঘাসফুল শিবির। সেই লক্ষ্যেই বুধবার মেঘালয়ে পাড়ি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ফেব্রুয়ারীর মাঝামাঝি মেঘালয়ে বিধানসভার ভোটের তারিখ ঘোষণা হয়ে যাবে। সেই মেঘালয় সফরে গিয়ে এদিন প্রকাশ্য সভায় বক্তৃতা রাখেন অভিষেক বন্দোপাধ্যায়। আর সেই বক্তৃতা শেষেই আপ্লুত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

নজিরবিহীন এই দৃশ্যের সাক্ষী রইল গোটা মেঘালয়। বলাই বাহুল্য এ যেন প্রজন্মান্তরের এক উজ্জ্বল ফ্রেম। নিজের বক্তৃতা রাখতে গিয়ে অভিষেক এদিন বলেন, ‘আগামী ৪৫-৫০ দিন মেঘালয়ের মানুষ যদি এই লড়াইটা লড়তে পারেন তাহলে বিজেপি-এনপিপি জোট সরকারের পরাজয় অনিবার্য।’ এদিন দলনেতার সভায় ভীড় ছিল চোখে পড়ার মত। প্রসঙ্গত, এর আগে গত ডিসেম্বরের শেষে মেঘালয়ে গিয়েছেন অভিষেক-মমতা। সেখানে ক্ষমতায় এলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত ডিসেম্বরেই মেঘালয়ে ‘উই কার্ড’ এর সূচনা করে তৃণমূল। তৃণমূল ক্ষমতায় এলে মেঘালয়ের মানুষ কী কী সুযোগ-সুবিধা পাবে তা নিয়ে মানুষের কাছে প্রচারে পৌঁছে গেছেন স্বেচ্ছাসেবকরা। এদিন অভিষেক জানায়, এখনও পর্যন্ত তিন লক্ষেরও বেশি মানুষ তাতে নাম লিখিয়েছেন। এদিন তিঁনি আরও দাবি করেন, যে ইতিমধ্যেই মেঘালয় থেকে ভালো ফলের ইঙ্গিত তৃণমূল পেয়েছে।

mamta abhishek

এদিন অভিষেক বলেন, ‘বিজেপিকে পরাস্ত করতে হলে কংগ্রেস কখনও মঞ্চ নয়। কংগ্রেসকে ভোট দেওয়া মানে পরোক্ষে বিজেপিকেই ভোট দেওয়া। ওদের যদি কেউ হারাতে পারে, তাহলে সেটা তৃণমূলই পারবে।’ প্রসঙ্গত, পাহাড়ী রাজ্য মেঘালয়ে ইতিমধ্যেই নিজেদের জমিন বেশ শক্ত করেছে তৃণমূল। কিছু মাস আগেই কংগ্রেস থেকে ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন। নেতৃত্বে ছিলেন মুকুল সাংমা। এছাড়াও বেশ কিছুদিন আগেই ৬০ আসনের মেঘালয়ে ৫২টিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ঘাসফুল। এই আবহেই এবার তৃণমূল সেকেন্ড ইন কমান্ডোর আজকের বক্তৃতা, প্রতিশ্রুতি তৃণমূলের জয়ের পথ কতটা প্রশস্ত করে সেটাই এবার দেখার বিষয়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X