জয়ের পর হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা ব্যানার্জি, পায়ে হেঁটেই গেলেন দলীয় কার্যালয়ে

বাংলাহান্ট ডেস্কঃ নিজের পায়ে হেঁটেই দলীয় কার্যালয়ে প্রবেশ করলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম থেকেই তৃণমূলের পাল্লা ভারী থাকলেও, নন্দীগ্রামে বিরাট ব্যবধানে পিছিয়ে ছিলেন মমতা ব্যানার্জি।

বেলা বাড়তে বিজেপি তৃণমূলের মধ্যে আসন ব্যবধান যত বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে পেছনে ফেলে মমতা ব্যানার্জি তত এগিয়ে এসেছেন। অবশেষে ১২০০ ভোটে শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জয় লাভ করলেন বাংলার মেয়ে মমতা ব্যানার্জি।

mamata banerjee s wheelchair rally kolkata 16157387597

নির্বাচনী মনোনয়ন জমা দেওয়ার দিন নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তারপর থেকে পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করেই বাংলার বিভিন্ন প্রান্তে ছুঁটে গিয়েছেন প্রচার কার্যে। একদিনই সময় নষ্ট করেননি।

এবার জয়ের পর হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা ব্যানার্জি। নন্দীগ্রাম এবং গোটা বাংলায় বিপুল ব্যবধানে বিজেপিকে হারিয়ে নিজের পায়ে হেঁটেই দলীয় কার্যালয়ে গেলেন বাংলার মেয়ে। বঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন- বাংলাই পারে।


Smita Hari

সম্পর্কিত খবর