ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে প্রস্তাব! কবে, কোথায় দেখা করতে চাইছেন তারা?

বাংলা হান্ট ডেস্কঃ পরপর দু’বার ভেস্তে গিয়েছে বৈঠক। ফের একবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের (Junior Doctor’s) আলোচনায় বসার প্রস্তাব দিল রাজ্য সরকার (West Bengal Government)। জানা গিয়েছে, জুনিয়র ডাক্তারদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য নিঃশর্ত বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে বিধাননগর কমিশনারেটের তরফে। বলা হয়েছে, আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আলোচনায় আগ্রহী থাকলে ফের বৈঠকের আয়োজন করা হবে।

যদিও ডাক্তাররা আলোচনায় আগ্রহী কিনা সেই বিষয়ে তাদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এর আগে শনিবার সন্ধে ৬টার সময় কালীঘাটে তার বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চান মমতা (Mamata Banerjee)। মেল করে ডেকে পাঠানো হয় তাদের। মমতার আর্জিতে সাড়া দিয়ে ডাক্তারদের প্রতিনিধি দল কালীঘাটে পৌঁছলেও শেষমেষ দ্বিতীয়বারের বৈঠকও ভেস্তে যায়।

এর আগে বৃহস্পতিবারও বৈঠক ডাকা হয়েছিল নবান্নে। উপস্থিত ছিলেন খোদ মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ডাক্তারকে সব শর্ত প্রশাসন মেনে না নেওয়ায় সেবারও শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল বৈঠক। প্রসঙ্গত, আর জি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ – খুনের প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। টানা ৩৭দিন ধরে ধর্ণা চালাচ্ছেন তারা। চলছে ঠান্ডা লড়াই।

ওদিকে বৃহস্পতিবার বৈঠক বানচাল হয়ে যাওয়ার পর শনিবার বেলায় আচমকাই স্বাস্থ্যভবনের সামনে ডাক্তারদের ধর্নামঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ফেরার আর্জি জানানোর পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নন, বরং বড় দিদি হিসেবে এখানে এসেছি।’

Mamata Banerjee meeting in Kalighat house with junior doctors RG Kar case

আরও পড়ুন: ‘৬ সপ্তাহ সময়..,’ জনস্বার্থ মামলায় রাজ্য সরকারকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিচারের দাবি তোলেন তিনিও। তিলোত্তমা হত্যাকারীদের তিনমাসের মধ্যে সাজার দাবি তোলেন মমতা। ভরসা করলে বিচার পাবেন বলেন মমতা। পাশাপাশি তার দ্বারা যতটা সম্ভব তাও করবেন বলে জানান। শেষে যাওয়ার আগে বলে যান, ‘এটা আমার শেষ চেষ্টা।’ তারপর বৈঠকের জন্য উভয়পক্ষের ‘সদিচ্ছা’ থাকলেও তা আর হয়নি। এবার তৃতীয়বার প্রশাসন তরফে ডাক পাওয়ার পর বরফ গলে কি না সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর