শিক্ষা থেকে স্বাস্থ্য, ১৮ টি দপ্তরে নতুন পদ তৈরির সিদ্ধান্ত রাজ্যের, কোন কোন দপ্তরে?

Published on:

Published on:

Mamata Banerjee govt approves creation of new posts to strengthen jobs in Bengal

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে কর্মসংস্থান বাড়াতে ফের বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শেষে মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরে নতুন পদ তৈরির প্রস্তাব পাস হয়। সরকারি সূত্রে খবর, শুধুমাত্র শূন্যপদ পূরণ নয়, ভবিষ্যতের কর্মসংস্থানের দিকেও নজর রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে প্রশাসন থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে নিরাপত্তা, বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

কোন কোন দপ্তরে নতুন পদ তৈরি হবে?

নবান্ন সূত্রে খবর, মৎস্য দপ্তরে তৈরি হবে ১টি পদ, অর্থ দপ্তরে ২টি, নারী ও শিশু কল্যাণ দফতরে ১টি এবং স্বরাষ্ট্র দপ্তরে আরও ২টি নতুন পদ। এ ছাড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরে ১২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবেও সিলমোহর পড়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের বৈঠকে মোট ১৮টি নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। বিশেষজ্ঞ মহলের মতে, এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক কাজের গতি বাড়াবে না, কর্মসংস্থানের ক্ষেত্রেও তা কার্যকর ভূমিকা নেবে।

স্বাস্থ্য ও মেডিক্যাল কলেজে নিয়োগ প্রস্তাব গৃহীত হয়েছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে একাধিক নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। যদিও সঠিক সংখ্যা এখনও প্রকাশিত হয়নি। পাশাপাশি, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে বড় সংখ্যক নার্স নিয়োগের প্রস্তাবও গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। স্বাস্থ্য পরিষেবা দ্রুত এবং আরও কার্যকর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করছে প্রশাসন।

কর্মসংস্থান বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের কৌশল

তৃতীয়বার ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)স্পষ্ট করে দিয়েছিলেন যে, তাঁর সরকারের প্রধান লক্ষ্য হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি। শিল্প ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে ইতিমধ্যেই রাজ্য চালু করেছে ‘সিনার্জি’ প্রকল্প। এবার প্রশাসনের একাধিক দফতরে নতুন পদ সৃষ্টির মধ্য দিয়ে সেই লক্ষ্য পূরণের পথে আরেক ধাপ এগোল রাজ্য সরকার।

Mamata Banerjee govt approves creation of new posts to strengthen jobs in Bengal

আরও পড়ুনঃ দশ বছরের প্রতীক্ষার অবসান! অবশেষে ১২৪১ উচ্চ প্রাথমিক প্রার্থীর পক্ষে বড় রায় ঘোষণা করল হাই কোর্ট

সরকারি সূত্রের দাবি, শূন্যপদ পূরণ ও নতুন পদ তৈরি, দুই দিকেই নজর দেওয়ায় আগামী দিনে চাকরির সুযোগ আরও বাড়বে। প্রশাসনিক মহলের অনেকের মতে, এই পদক্ষেপ রাজ্যের যুব সমাজকে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেবে। ফলে শিক্ষা থেকে স্বাস্থ্য, সব ক্ষেত্রে মানুষের পরিষেবা উন্নত করার পাশাপাশি কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের এই সিদ্ধান্ত।