বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য আবার সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের উদ্যোগে ফের চালু হচ্ছে ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল বিতরণ। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রকল্পের আওতায় পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
নতুন শিক্ষাবর্ষে ফের চালু হচ্ছে সবুজ সাথী প্রকল্প
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার পর থেকে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য একের পর এক ব্যবস্থা করা হয়েছে। স্কুলের পোশাক দেওয়া, জুতো, বই-খাতা সরবরাহের পাশাপাশি সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল দেওয়া হয় পড়ুয়াদের। এবার নতুন শিক্ষাবর্ষে আবারও সেই সাইকেল পেতে চলেছে পড়ুয়ারা।
রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে খবর, এবার সবুজ সাথী প্রকল্পে প্রায় ১২ লক্ষ পড়ুয়া উপকৃত হবে। মূলত নবম শ্রেণির ছাত্রছাত্রীরা এই সাইকেল পাবে। আগামী মাস থেকেই ধাপে ধাপে সাইকেল দেওয়ার প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজ দ্রুত বাস্তবায়িত করতে ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
‘বাংলার শিক্ষা’ পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য ওই দপ্তরে পাঠানো হয়েছে। প্রতিটি তথ্য খতিয়ে দেখে দ্রুত চূড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। স্কুলগুলির প্রধান শিক্ষকদেরও বলা হয়েছে, কোনও নতুন ছাত্রছাত্রী থাকলে তাঁদের নাম তালিকায় যোগ করতে। একই সঙ্গে জানানো হয়েছে, সাইকেল সরবরাহের দায়িত্ব পেতে একটি বিডিং বা ডেলিভারি প্রক্রিয়ার মাধ্যমে সংস্থা নির্বাচন করা হবে। সেখান থেকেই সাইকেল বিলি করা হবে পড়ুয়াদের মধ্যে।

আরও পড়ুনঃ নিরাপত্তার নামে থমকে শিক্ষা? চিনেপাড়ার স্কুল নিয়ে রাজ্যের রিপোর্ট চাইল হাই কোর্ট
যদিও চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে প্রশাসনিক প্রক্রিয়ায় কিছুটা বাধা পড়তে পারে বলেও করা হচ্ছে। তবে প্রশাসনের একাংশের মতে, এটি একটি চলমান প্রকল্প হওয়ায় বড় কোনও সমস্যা হওয়ার কথা নয়। শিক্ষামহলের দাবি, নতুন শিক্ষাবর্ষ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখনও অনেক স্কুলে ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি। পাশাপাশি ‘স্টুডেন্ট উইক’ কর্মসূচি এবং ‘ভবিষ্যতের স্বপ্ন’ প্রকল্পের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন শিক্ষকরা। এর মধ্যেই সবুজ সাথীর সাইকেল বিলি শুরু হলে চাপ বাড়লেও পড়ুয়াদের জন্য তা বড় সুবিধা হবে বলেই মত শিক্ষকদের।












