সামরিক অবস্থান থেকে শিক্ষার হার, নীতি আয়োগের রিপোর্টে উজ্জ্বল বাংলা, আনন্দে আত্মহারা হয়ে মুখ্যমন্ত্রী বললেন….

Published on:

Published on:

Mamata Banerjee hails NITI Aayog report

বাংলা হান্ট ডেস্কঃ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও লিঙ্গ অনুপাতে এগিয়ে বাংলা। এবার সেই কথা স্বীকার করল নীতি আয়োগ। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে পশ্চিমবঙ্গের বেশ কিছু সাফল্য তুলে ধরা হয়েছে। সেই রিপোর্ট পর্যালোচনাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সামাজিক মাধ্যমে লিখেছেন যে, ‘‘আনন্দের সাথে জানাচ্ছি যে নীতি আয়োগ আনুষ্ঠানিক ভাবে গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সূচকগুলিতে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের দৃঢ় পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে।’’

চাকরি আর শিক্ষার ছবিটা এবার একটু বদলেছে

নীতি আয়োগ এর সামরিক রিপোর্টে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ইতিবাচক অবস্থান তুলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “২০২২-২৩ সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ, যা জাতীয় গড় ৩.২ শতাশের এর চেয়ে ৩০ শতাংশ কম।”

শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল করেছে রাজ্য। নীতি আয়োগের রিপোর্টকে উল্লেখ করে এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ৭৬.৩ শতাংশ। জাতীয় গড়ের ৭৩ শতাংশের (২০১১ সালের হিসাবে) চেয়ে বেশি। জাতীয় গড়ের তুলনায় দশম ও দ্বাদশ শ্রেণিতে স্কুলছুটের হার কম এবং পাশের হার বেশি।”

মেয়েদের সংখ্যা, গড় আয়ু, সবেতেই এগিয়ে বাংলা

নীতি আয়োগের রিপোর্ট বলছে, ২০২০ সালে বাংলার গড় আয়ু ছিল ৭২.৩ বছর, যা জাতীয় গড় থেকেও বেশি। আবার প্রতি ১০০০ জন পুরুষে বাংলায় কন্যাসন্তানের সংখ্যা ৯৭৩—যেখানে সারা দেশের গড় ৮৮৯। অর্থাৎ লিঙ্গ অনুপাতেও রাজ্য এগিয়ে। শিশুমৃত্যুর হারও তুলনায় কম। সেই সঙ্গে পরিশুদ্ধ পানীয় জলের (safe drinking water) ব্যবস্থাও অনেক ভালো বলে জানানো হয়েছে।

Mamata Banerjee hails NITI Aayog report

আরও পড়ুনঃ ৬০০-৭০০ এর বদলে ১২-১৪ হাজার! স্মার্ট মিটারের বিরোধীতায় একজোট বাম-তৃণমূল-কংগ্রেস

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই নীতি আয়োগের রিপোর্টে ভুল মানচিত্র নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তীব্র প্রতিবাদ করেছিলেন। চিঠিও পাঠিয়েছিলেন দিল্লিতে। কিন্তু এবার সেই একই রিপোর্টে বাংলা সরকারের কাজের প্রশংসা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘‘রাজ্যের উন্নয়নের জন্য আমরা যে কাজ করছি, তারই স্বীকৃতি এটা।’’