বাংলা হান্ট ডেস্কঃ শনিবার নির্বাচনী প্রচারে হলদিয়ায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে তিনি চিরাচরিত ভাবে বিজেপিকে একের পর এক আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, মোদীবাবু নিজে ৬ কোটি টাকার গাড়ি চড়েন। আর কৃষকদের জন্য মাত্র ৬ হাজার টাকা। আমি কৃষকদের ১০ করে টাকা দেব। তিনি বলেন, আমি বিজেপির কাছে আত্মসমর্পণ করিনি। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিজেপির বিরুদ্ধে লড়ে যাব।
হলদিয়ায় জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে বাংলা থেকে বোল্ড আউট করে দিন, তারপর ভারত থেকে বোল্ড আউট হবে। নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজের নামে স্টেডিয়াম করে নিয়েছে, উনি কত বড় নেতা। মুখ্যমন্ত্রী বলেন, ওঁরা যদি আপনাকে বিরিয়ানি দেয়, খাবেন না। কারণ আপনি অসুস্থ হলেই আপনার ভোট লুট করে নেবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বাংলা জয় করতে বাংলায় অশান্তি ছড়াতে বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে। মুখ্যমন্ত্রী বলেন, আপনারা যদি উন্নয়ন চান, আমাকে চান তাহলে জোড়াফুল চিহ্নে ভোট দিন। তৃণমূল নেত্রী বলেন, ভোট হওয়ার পর ১০ থেকে ২০ জন মিলে ১ মাস পাহারা দেবেন। তিনি বলেন, আমি বাংলায় NPR করতে দিইনি আর যতদিন আছি করতে দেবও না।
হলদিয়া থেকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, হলদিয়া আর নন্দীগ্রামের মাঝে একটা সংযোগ ব্রিজ তৈরি করে দেব। হলদিয়ায় কেবল ল্যান্ডিং সেন্টার তৈরি করে দিয়েছি, আগামী দিনে ২৫ হাজার মানুষ চাকরি পাবে। তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি করা হবে। তিনি বলেন, আজ মানুষ কোভিডের ভ্যাকসিন পাচ্ছে না। প্রধানমন্ত্রীর জন্য দেশে ধস নেমেছে। পিএম কেয়ারের নামে লক্ষ লক্ষ টাকা নয়ছয় হয়েছে। ওদের ভোট দেবেন না। আমি বদমাইসি করলে আমাকেও দুই গালে থাপ্পড় মেরে দেবেন।